হোম /খবর /বিদেশ /
লক্ষ্য ২০৭০, পঞ্চামৃতের কথা বলে জলবায়ু শীর্ষ সম্মেলনে বড় ঘোষণা মোদির

Narendra Modi at COP26 Summit: লক্ষ্য ২০৭০, পঞ্চামৃতের কথা বলে জলবায়ু শীর্ষ সম্মেলনে বড় ঘোষণা মোদির

গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদি৷ Photo-Reuters

গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদি৷ Photo-Reuters

ভারত শূন্য কার্বন নিঃসরণের (India Targets Zero Carbon Emission by 2070) জন্য ২০৭০ সালের লক্ষ্যমাত্রা নিলেও চিন ২০৬০ সালের মধ্যেই তা করে দেখানোর কথা জানিয়েছে (Narendra Modi at COP26 Summit)৷

  • Last Updated :
  • Share this:

#গ্লাসগো:  ২০৭০ সালের মধ্যে ভারতের কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নেমে আসবে৷ স্কটল্যান্ডের গ্লাসগোয় রাষ্ট্রপুঞ্জ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi at COP26 Summit)৷ একই সঙ্গে উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক কোপ থেকে বাঁচতে পাঁচটি টোটকা বা পঞ্চামৃতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi in Glasgow)৷

ভারত শূন্য কার্বন নিঃসরণের (India Targets Zero Carbon Emission by 2070) জন্য ২০৭০ সালের লক্ষ্যমাত্রা নিলেও চিন ২০৬০ সালের মধ্যেই তা করে দেখানোর কথা জানিয়েছে৷ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে ২০৫০ সাল পর্যন্ত সময় নিয়েছে৷

আরও পড়ুন: জি২০ সম্মেলনে 'বন্ধু' বিশ্বনেতাদের সঙ্গে খোশমেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন

গাছ লাগিয়ে, উন্নত প্রযুক্তির ব্যবহারে বাতাস থেকে গ্রিন হাউস গ্যাসগুলিকে সম্পূর্ণ রূপে মুছে দেওয়াকেই শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা বলা হচ্ছে৷

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যেই বিদ্যুতের পঞ্চাশ শতাংশ চাহিদাই পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে মিটিয়ে ফেলবে ভারত৷ ২০৩০ সালের মধ্যেই ভারতের কার্বন নিঃসরণ আরও এক বিলিয়ন টন কমিয়ে ফেলারও দাবি করেন প্রধানমন্ত্রী৷

বিশেষজ্ঞদের মতে, ২০৫০ সালের মধ্যেই গোটা পৃথিবীতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্য করে ফেলা উচিত৷ তা না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিকগুলি থেকে কেউ বাঁচবে না৷ ২০৩০ সালের মধ্যে ভারত জীবাষ্ম বিহীন শক্তি উৎপাদনের পরিমাণ ৫০০ গিগাওয়াটে নিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী৷

নরেন্দ্র মোদি বলেন, 'ভাবনা চিন্তা না করেই অপচয় না করে আমাদের উচিত ভেবে চিন্তে যথাযথ পদক্ষেপ করা৷'

রোম থেকে রবিবার গ্লাসগোয় এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ ইতালিতে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে গ্লাসগো পৌঁছন নরেন্দ্র মোদি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Narendra Modi