Narendra Modi at COP26 Summit: লক্ষ্য ২০৭০, পঞ্চামৃতের কথা বলে জলবায়ু শীর্ষ সম্মেলনে বড় ঘোষণা মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারত শূন্য কার্বন নিঃসরণের (India Targets Zero Carbon Emission by 2070) জন্য ২০৭০ সালের লক্ষ্যমাত্রা নিলেও চিন ২০৬০ সালের মধ্যেই তা করে দেখানোর কথা জানিয়েছে (Narendra Modi at COP26 Summit)৷
#গ্লাসগো: ২০৭০ সালের মধ্যে ভারতের কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নেমে আসবে৷ স্কটল্যান্ডের গ্লাসগোয় রাষ্ট্রপুঞ্জ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi at COP26 Summit)৷ একই সঙ্গে উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক কোপ থেকে বাঁচতে পাঁচটি টোটকা বা পঞ্চামৃতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi in Glasgow)৷
ভারত শূন্য কার্বন নিঃসরণের (India Targets Zero Carbon Emission by 2070) জন্য ২০৭০ সালের লক্ষ্যমাত্রা নিলেও চিন ২০৬০ সালের মধ্যেই তা করে দেখানোর কথা জানিয়েছে৷ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে ২০৫০ সাল পর্যন্ত সময় নিয়েছে৷
advertisement
advertisement
গাছ লাগিয়ে, উন্নত প্রযুক্তির ব্যবহারে বাতাস থেকে গ্রিন হাউস গ্যাসগুলিকে সম্পূর্ণ রূপে মুছে দেওয়াকেই শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা বলা হচ্ছে৷
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যেই বিদ্যুতের পঞ্চাশ শতাংশ চাহিদাই পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে মিটিয়ে ফেলবে ভারত৷ ২০৩০ সালের মধ্যেই ভারতের কার্বন নিঃসরণ আরও এক বিলিয়ন টন কমিয়ে ফেলারও দাবি করেন প্রধানমন্ত্রী৷
advertisement
বিশেষজ্ঞদের মতে, ২০৫০ সালের মধ্যেই গোটা পৃথিবীতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্য করে ফেলা উচিত৷ তা না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিকগুলি থেকে কেউ বাঁচবে না৷ ২০৩০ সালের মধ্যে ভারত জীবাষ্ম বিহীন শক্তি উৎপাদনের পরিমাণ ৫০০ গিগাওয়াটে নিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী৷
নরেন্দ্র মোদি বলেন, 'ভাবনা চিন্তা না করেই অপচয় না করে আমাদের উচিত ভেবে চিন্তে যথাযথ পদক্ষেপ করা৷'
advertisement
রোম থেকে রবিবার গ্লাসগোয় এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ ইতালিতে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে গ্লাসগো পৌঁছন নরেন্দ্র মোদি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 3:25 AM IST