Israel Terrorist Attack: পরপর বিস্ফোরণে উড়ে গেল তিনটি বাস, ইজরায়েলে ভয়ঙ্কর জঙ্গি হামলা? থেমে গেল ট্রেন-বাস, স্তব্ধ শহর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Terrorist Attack: মধ্য ইজরায়েলের একটি পার্কিং লটে পার্ক করা তিনটি বাসে এই বিস্ফোরণগুলি ঘটে।
তেল আভিভ: ইজরায়েলে পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইজরায়েলের প্রাণকেন্দ্রে তেল আভিভ শহরতলির দুটি এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। অবশ্য এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আভিভ শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইজরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।
মধ্য ইজরায়েলের একটি পার্কিং লটে পার্ক করা তিনটি বাসে এই বিস্ফোরণগুলি ঘটে। আরও দুটি বাসে বিস্ফোরক পাওয়া গেছে, তাই জঙ্গি হামলার সন্দেহ করছে সরকার।
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আভিভ শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়। তবে, এই ঘটনায় কেউ নিহত হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু উপস্থিত না থাকে।
advertisement
পুলিশ ঘটনাস্থল থেকে ছবিও প্রকাশ করেছে। কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইজরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, বিস্ফোরণের এই ঘটনাটি কোনও জঙ্গি হামলা কিনা, তা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং পুলিশ খতিয়ে দেখছে।
পুলিশ হোলোন এবং ব্যাট ইয়ামে বাসের সঙ্গে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে। ইজরায়েলি আর্মি রেডিও পরে জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 9:38 AM IST