Israel Spy Satellite: 'তোমাকে নজরে রেখেছি', এরই নাম ইজয়ারেল! এমন জিনিস আবিষ্কার করে ফেলল, কেউ তা করেনি! চোখের আড়াল হবে না কিছুই

Last Updated:

Israel Spy Satellite: ইজরায়েলের স্পাই এই স্যাটালাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’।

কী করল ইজরায়েল?
কী করল ইজরায়েল?
তেল আভিভ: মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে ইজরায়েলমঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছেসেটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্র
advertisement
advertisement
ইজরায়েলের স্পাই এই স্যাটালাইটটির নাম দেওয়া হয়েছেওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইজরায়েলের পালমাচিম এয়ারবে থেকে স্যাটালাইটটি পাঠানো হয়দেশটির প্রতিরক্ষা মন্ত্র, ইজরায়েল ডিফেন্স ফোর্স ও ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্ট্রি এমনই তথ্য জানিয়েছে
advertisement
মধ্যপ্রাচ্যের দেশটির প্রতিরক্ষা মন্ত্র জানিয়েছে, তাদের নতুন উচ্চ-প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। ‘ওফেক ১৯’ নামের পর্যবেক্ষণ স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর এখন কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে।
advertisement
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ-এ তাদের শত্রু দেশের প্রতি হুমকি ছুড়েছেন, উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইজরায়েলের শত্রুদের জন্য একটি সতর্কবার্তা।
এক্সে দেওয়া ভিন্ন আরেক বার্তায় কাৎজ বলেছেন, ‘এটা শত্রুদের জন্য বার্তা। যেখানেই থাকো না কেন, আমরা তোমাকে সব সময় দেখছি, সব দিক থেকে নজরে আছো।’
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Spy Satellite: 'তোমাকে নজরে রেখেছি', এরই নাম ইজয়ারেল! এমন জিনিস আবিষ্কার করে ফেলল, কেউ তা করেনি! চোখের আড়াল হবে না কিছুই
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement