SSC Scam: ধামাচাপা পড়ে গিয়েছিল, এবার SSC-র অযোগ্য দাগি তালিকায় কার নাম পাওয়া গেল জানেন? কে এই প্রিয়াঙ্কা পাঁজা! শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Scam: এই প্রিয়াঙ্কা পাঁজা রামজীবনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা,বাবা সুজিত পাঁজা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোণা: SSC–র দাগি অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকায় নাম চন্দ্রকোণার রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাঁজার ছোটো মেয়ের নাম। ১০৭১ সিরিয়াল নম্বরে, ৪২২২১৬১০০০০২১১ রোল নম্বরের প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে SSC–র দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়।
advertisement
এই প্রিয়াঙ্কা পাঁজা রামজীবনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা,বাবা সুজিত পাঁজা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের পাশাপাশি রামজীবনপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন। তিনি এখনও প্রর্যন্ত ৮ বারের কাউন্সিল ১ বার পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন (২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত)।
advertisement
advertisement
প্রিয়াঙ্কা পাঁজা হুগলির তারাহাট সারদাময়ী হাইস্কুলে নিয়োগ হয়েছিলেন বলে জানাগেছে।তৃণমূল কাউন্সিলর ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির মেয়ের নাম SSC র দাগী অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রামজীবনপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও শহর তৃণমূলের সভাপতির মেয়ের নাম থাকায় জোর চর্চা শুরু হয়েছে। শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে এই তালিকা।
advertisement
যদিও একাধিকবার সুজিত পাঁজা সহ তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনও ভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি ও তার পরিবারের কেউ। একাধিকবার তার বাড়িতে গেলেও বাড়ির দরজা বন্ধ দীর্ঘ চেষ্টার পর অবশেষে মোবাইল ফোনে সাথে কথা বলেন তিনি, সুজিতের দাবি তার মেয়ে যোগ্য, আদালতের দ্বারস্থ হবেন তিনি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Scam: ধামাচাপা পড়ে গিয়েছিল, এবার SSC-র অযোগ্য দাগি তালিকায় কার নাম পাওয়া গেল জানেন? কে এই প্রিয়াঙ্কা পাঁজা! শুনে চমকে উঠবেন