গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই ইজরায়েলের হামলায় কালো ধোঁয়ায় ঢাকল দোহার আকাশ! অদূরেই আজ ভারতের ম্যাচ?
- Published by:Tias Banerjee
Last Updated:
Doha Under Attack ইজরায়েলের দোহায় হামলায় হামাস নেতাদের বৈঠক লক্ষ্যবস্তু, কাতার ক্ষুব্ধ। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরশাহি নিন্দা জানিয়েছে।
দোহা, কাতারের সুঐহম বিন হামাদ স্টেডিয়াম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ইজরায়েলের হামলার খবর পাওয়া গেছে—যেখানে আজ ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ম্যাচ নির্ধারিত রয়েছে। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল। লক্ষ্যবস্তু ছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা, যারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় দোহার আকাশ। যদিও হতাহতের খবর নিশ্চিত হয়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মজিদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন—
“এই কাপুরুষোচিত ইজরায়েলি হামলা আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন। এটি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।” কাতার জানিয়ে দিয়েছে, তারা এই “অবিবেচক ইজরায়েলি আচরণ” মোটেও বরদাস্ত করবে না।
advertisement
advertisement
যুদ্ধবিরতির মাঝেই আঘাত
হামলার সময় হামাস নেতারা নতুন মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নথি নিয়ে আলোচনা করছিলেন। তবে হামাস ওই নথিকে “অপমানজনক আত্মসমর্পণপত্র” বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, প্রস্তাবটি তারা খতিয়ে দেখে কয়েক দিনের মধ্যে জবাব দেবে।
ইজরায়েলের বক্তব্য
ইজরায়েলি সেনার দাবি, “হামাস নেতৃত্ব ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী এবং এখনও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।” প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, “এই হামলার সম্পূর্ণ দায়িত্ব ইজরায়েলের।”
advertisement

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করার সময় কাতারে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইজরায়েল।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
advertisement
Dr. Majed Al Ansari, Advisor to the Qatar Prime Minister and official Spokesperson for Ministry of Foreign Affairs, tweets, “The State of Qatar strongly condemns the cowardly Israeli attack that targeted residential buildings housing several members of the Political Bureau of… pic.twitter.com/9aqfJR8TSL
— ANI (@ANI) September 9, 2025
advertisement
কাতার দ্বিতীয়বার হামলার শিকার
প্রসঙ্গত, এর আগে ইরান-ইজরায়েল যুদ্ধের সময় মার্কিন সেনা ঘাঁটি আল-উদেইদ এয়ারবেস-এ ইরানের হামলা নেমে এসেছিল। এবার সরাসরি দোহায় হামাসের রাজনৈতিক সদর দফতরই লক্ষ্যবস্তু হল।
এই হামলার ফলে প্রশ্ন উঠছে—আলোচনার টেবিলে বসে গাজা যুদ্ধের অবসান ঘটানো আদৌ সম্ভব হবে কি না।
Location :
International
First Published :
September 09, 2025 8:43 PM IST