গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই ইজরায়েলের হামলায় কালো ধোঁয়ায় ঢাকল দোহার আকাশ! অদূরেই আজ ভারতের ম্যাচ?

Last Updated:

Doha Under Attack ইজরায়েলের দোহায় হামলায় হামাস নেতাদের বৈঠক লক্ষ্যবস্তু, কাতার ক্ষুব্ধ। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরশাহি নিন্দা জানিয়েছে।

ইজরায়েলের হামলায় কাতারে হামাসের নেতাদের বৈঠক লক্ষ্যবস্তু, উত্তপ্ত হল মধ্যপ্রাচ্য রাজনীতি
ইজরায়েলের হামলায় কাতারে হামাসের নেতাদের বৈঠক লক্ষ্যবস্তু, উত্তপ্ত হল মধ্যপ্রাচ্য রাজনীতি
দোহা, কাতারের সুঐহম বিন হামাদ স্টেডিয়াম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ইজরায়েলের হামলার খবর পাওয়া গেছে—যেখানে আজ ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ম্যাচ নির্ধারিত রয়েছে। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল। লক্ষ্যবস্তু ছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা, যারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় দোহার আকাশ। যদিও হতাহতের খবর নিশ্চিত হয়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মজিদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন—
“এই কাপুরুষোচিত ইজরায়েলি হামলা আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন। এটি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।” কাতার জানিয়ে দিয়েছে, তারা এই “অবিবেচক ইজরায়েলি আচরণ” মোটেও বরদাস্ত করবে না।
advertisement
advertisement

যুদ্ধবিরতির মাঝেই আঘাত

হামলার সময় হামাস নেতারা নতুন মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নথি নিয়ে আলোচনা করছিলেন। তবে হামাস ওই নথিকে “অপমানজনক আত্মসমর্পণপত্র” বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, প্রস্তাবটি তারা খতিয়ে দেখে কয়েক দিনের মধ্যে জবাব দেবে।

ইজরায়েলের বক্তব্য

ইজরায়েলি সেনার দাবি, “হামাস নেতৃত্ব ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী এবং এখনও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।” প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, “এই হামলার সম্পূর্ণ দায়িত্ব ইজরায়েলের।”
advertisement
গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করার সময় কাতারে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইজরায়েল।
গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করার সময় কাতারে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইজরায়েল।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

  • জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কড়া নিন্দা করে বলেন, “সব পক্ষকে যুদ্ধবিরতির পথে হাঁটতে হবে, ধ্বংস নয়।”
  • advertisement
  • সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ কাতারের পাশে থাকার ঘোষণা দেন: “আমাদের প্রিয় কাতারের প্রতি পূর্ণ সংহতি।”
  • মার্কিন দূতাবাস কাতারে আমেরিকান নাগরিকদের জন্য “shelter-in-place” নির্দেশ জারি করেছে।
  • advertisement

    কাতার দ্বিতীয়বার হামলার শিকার

    প্রসঙ্গত, এর আগে ইরান-ইজরায়েল যুদ্ধের সময় মার্কিন সেনা ঘাঁটি আল-উদেইদ এয়ারবেস-এ ইরানের হামলা নেমে এসেছিল। এবার সরাসরি দোহায় হামাসের রাজনৈতিক সদর দফতরই লক্ষ্যবস্তু হল।
    এই হামলার ফলে প্রশ্ন উঠছে—আলোচনার টেবিলে বসে গাজা যুদ্ধের অবসান ঘটানো আদৌ সম্ভব হবে কি না।
    view comments
    বাংলা খবর/ খবর/বিদেশ/
    গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই ইজরায়েলের হামলায় কালো ধোঁয়ায় ঢাকল দোহার আকাশ! অদূরেই আজ ভারতের ম্যাচ?
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement