মৃত আবু বকর আল বাগদাদি, মেনে নিল আইসিস

Last Updated:

বাগদাদির মৃ্ত্যুতে তারা শোকাহত, তবে তাদের হামলা চলবে বলেই হুমকি দিয়েছে আইসিস গোষ্ঠী৷

#নয়াদিল্লি: ২৮শে অক্টোবর আইসিস শীর্ষ নেতা আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তার বেশ কিছুদিন পর নিজেদের দলের নেতার মৃত্যুর খবর মেনে নিল আইসিসও৷ সিরিয়ায় মার্কিন সেনার অভিযানেই নিহত হয়েছেন দলের নেতা বাগদাদি, স্বীকার করে নিল এই জঙ্গিগোষ্ঠী৷ এর পাশাপাশি নিজেদের নতুন নেতার নামও ঘোষণা করেছে তারা৷ বাগদাদির পর আইসিস প্রধান হচ্ছেন আবু ইব্রাহিম আল-হাশমি আল-কুরেশি৷
বাগদাদির মৃ্ত্যুতে তারা শোকাহত, তবে তাদের হামলা চলবে বলেই হুমকি দিয়েছে আইসিস গোষ্ঠী৷ গত সেপ্টেম্বর শেষবারের মতো বাগদাদির রেকর্ড করা অডিও শোনা গিয়েছিল৷ আইসিস সদস্যদের জেল থেকে ছাড়িয়ে আনা, এমনই দাবি জানিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
বাগদাদির মৃত্যুর কথা স্বীকার কারার কয়েক ঘণ্টা আগেই মার্কিন অভিযানের ভিডিও প্রকাশ করে পেন্টাগন৷ উত্তর-পশ্চিম সিরিয়ায় যে উঁচু দেওয়ালে ঘেরা কম্পাউন্ডে আইসিস প্রধান লিকুয়ে ছিল, সেখানে মার্কিন অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত আবু বকর আল বাগদাদি, মেনে নিল আইসিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement