Pakistan Iran Relationship: শত্রুতা ভুলে ইরানে শরিফ-মুনির জুটি, ভারতের বিরুদ্ধে নালিশ! সব শুনে কী বলল তেহরান?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ইরান সফরের মূল উদ্দেশ্য ছিল গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে আলোচনা করা৷
ভারতের বিরুদ্ধে সমর্থন জোগাড়ে মরিয়া পাকিস্তান এবার সংঘাত ভুলে ইরানের শরণাপন্ন হল৷ মাত্র এক বছর আগেও ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়ালেও এবার প্রতিবেশী সেই দেশে গিয়েই ভারতের বিরুদ্ধে নালিশ জানালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির৷
যদিও শেহবাজ-মুনিরের এই নালিশের পরেও নিরপেক্ষ অবস্থানই নিয়েছে ইরান৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সইদ আলি খামেনেই পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর শুধু বলেন, ইরান আশা করে ভারত এবং পাকিস্তানের সমস্যা মিটে যাবে৷
পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ইরান সফরের মূল উদ্দেশ্য ছিল গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে আলোচনা করা৷ সেই সুযোগেই ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ ইরানের নেতৃত্বের সামনে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও জানান তাঁরা৷
advertisement
advertisement
যদিও প্যালেস্তাইন প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানের প্রশংসাই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনাই৷ তেহরান টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইসলামিক প্রধান দেশ হয়েও যে দেশগুলি ইজরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে, সেই দলে নাম লেখায়নি পাকিস্তান৷ পশ্চিমী বিশ্বের বিভিন্ন চাপ এবং প্রলোভনের সামনে মাথা নত করেনি তারা৷ খামেনাই আরও বলেন, ইসলামিক দুনিয়ার কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্যালেস্তাইন ইস্যু৷
advertisement
খামেনাই আরও বলেন, ‘গাজার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে সাধারণ মানুষ তাঁদের সরকারের অবস্থানের প্রতিবাদ করছে৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিছু ইসলামিক দেশ এই পরিস্থিতিতেও গণহত্যাকারী শাসকদের পাশে দাঁড়িয়েছে৷’
ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের ফাঁকেই ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ এই সংঘাতের পর্বে ইরানের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন শরিফ৷ ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এসে শরিফ দাবি করেন সমাধানসূত্র বের করতে ভারতের সঙ্গে পুরনো যাবতীয় সমস্যা নিয়ে কথা বলতে তৈরি পাকিস্তান৷ এমন কি, সন্ত্রাস দমন, জলচুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা বলতে চান তাঁরা৷ শান্তি স্থাপনেই তাঁরা ভারতের সঙ্গে আলোচনা চান বলে দাবি করেন শরিফ৷
advertisement
যদিও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আগ বাড়িয়ে অতিরিক্ত কোনও মন্তব্য করতে চাননি খামেনাই৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হওয়া ইরান আনন্দিত এবং দু দেশের যাবতীয় সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করেন৷ একই কথা বলেন ইরানের প্রেসিডেন্টও৷
গত বছরই জৈশ আল আদল গোষ্ঠীকে নিশানা করতে গিয়ে পাকিস্তান সীমান্তের বালোচিস্তান প্রদেশে এয়ার স্ট্রাইক করেছিল ইরান৷ ওই জঙ্গি গোষ্ঠী ইরানের সীমান্তরক্ষী বাহিনীর উপরে অতীতে হামলা চালিয়েছিল৷ ইরানের অধীনে থাকা সিস্তান এবং বালোচিস্তান প্রদেশের স্বাধীনতার দাবিতে লড়ছে এই জঙ্গি গোষ্ঠী৷ এই ঘটনার পর এবার ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হল পাকিস্তান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 2:53 PM IST