Pakistan Iran Relationship: শত্রুতা ভুলে ইরানে শরিফ-মুনির জুটি, ভারতের বিরুদ্ধে নালিশ! সব শুনে কী বলল তেহরান?

Last Updated:

পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ইরান সফরের মূল উদ্দেশ্য ছিল গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে আলোচনা করা৷

ইরানের সর্বোচ্চ নেতা খামেইনির সঙ্গে আলোচনায় পাক প্রধানমন্ত্রী শরিফ৷
ইরানের সর্বোচ্চ নেতা খামেইনির সঙ্গে আলোচনায় পাক প্রধানমন্ত্রী শরিফ৷
ভারতের বিরুদ্ধে সমর্থন জোগাড়ে মরিয়া পাকিস্তান এবার সংঘাত ভুলে ইরানের শরণাপন্ন হল৷ মাত্র এক বছর আগেও ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়ালেও এবার প্রতিবেশী সেই দেশে গিয়েই ভারতের বিরুদ্ধে নালিশ জানালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির৷
যদিও শেহবাজ-মুনিরের এই নালিশের পরেও নিরপেক্ষ অবস্থানই নিয়েছে ইরান৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সইদ আলি খামেনেই পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর শুধু বলেন, ইরান আশা করে ভারত এবং পাকিস্তানের সমস্যা মিটে যাবে৷
পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ইরান সফরের মূল উদ্দেশ্য ছিল গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে আলোচনা করা৷ সেই সুযোগেই ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ ইরানের নেতৃত্বের সামনে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও জানান তাঁরা৷
advertisement
advertisement
যদিও প্যালেস্তাইন প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানের প্রশংসাই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনাই৷ তেহরান টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইসলামিক প্রধান দেশ হয়েও যে দেশগুলি ইজরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে, সেই দলে নাম লেখায়নি পাকিস্তান৷ পশ্চিমী বিশ্বের বিভিন্ন চাপ এবং প্রলোভনের সামনে মাথা নত করেনি তারা৷ খামেনাই আরও বলেন, ইসলামিক দুনিয়ার কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্যালেস্তাইন ইস্যু৷
advertisement
খামেনাই আরও বলেন, ‘গাজার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে সাধারণ মানুষ তাঁদের সরকারের অবস্থানের প্রতিবাদ করছে৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিছু ইসলামিক দেশ এই পরিস্থিতিতেও গণহত্যাকারী শাসকদের পাশে দাঁড়িয়েছে৷’
ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের ফাঁকেই ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ এই সংঘাতের পর্বে ইরানের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন শরিফ৷ ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এসে শরিফ দাবি করেন সমাধানসূত্র বের করতে ভারতের সঙ্গে পুরনো যাবতীয় সমস্যা নিয়ে কথা বলতে তৈরি পাকিস্তান৷ এমন কি, সন্ত্রাস দমন, জলচুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা বলতে চান তাঁরা৷ শান্তি স্থাপনেই তাঁরা ভারতের সঙ্গে আলোচনা চান বলে দাবি করেন শরিফ৷
advertisement
যদিও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আগ বাড়িয়ে অতিরিক্ত কোনও মন্তব্য করতে চাননি খামেনাই৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হওয়া ইরান আনন্দিত এবং দু দেশের যাবতীয় সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করেন৷ একই কথা বলেন ইরানের প্রেসিডেন্টও৷
গত বছরই জৈশ আল আদল গোষ্ঠীকে নিশানা করতে গিয়ে পাকিস্তান সীমান্তের বালোচিস্তান প্রদেশে এয়ার স্ট্রাইক করেছিল ইরান৷ ওই জঙ্গি গোষ্ঠী ইরানের সীমান্তরক্ষী বাহিনীর উপরে অতীতে হামলা চালিয়েছিল৷ ইরানের অধীনে থাকা সিস্তান এবং বালোচিস্তান প্রদেশের স্বাধীনতার দাবিতে লড়ছে এই জঙ্গি গোষ্ঠী৷ এই ঘটনার পর এবার ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হল পাকিস্তান৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Iran Relationship: শত্রুতা ভুলে ইরানে শরিফ-মুনির জুটি, ভারতের বিরুদ্ধে নালিশ! সব শুনে কী বলল তেহরান?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement