আর্মেনিয়ার সঙ্গে পিনাকা ক্ষেপণাস্ত্রের চুক্তি, আজারবাইজানের সঙ্গে সম্পর্ক কি আরও তলানিতে ভারতের ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আজারবাইজানকে সামরিক অস্ত্র জোগাচ্ছে তুরস্ক ও পাকিস্তান ৷ যার জন্য এবার আর্মেনিয়াকেও সামরিক অস্ত্র দেওয়ার জন্য দু’হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত ৷
নয়াদিল্লি: আর্মেনিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে এবার কি তাহলে আজারবাইজানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করে ফেলল ভারত ? এমন প্রশ্নই উঠে আসছে অনেক ক্ষেত্রেই ৷ আজারবাইজানকে সামরিক অস্ত্র জোগাচ্ছে তুরস্ক ও পাকিস্তান ৷ যার জন্য এবার আর্মেনিয়াকেও সামরিক অস্ত্র দেওয়ার জন্য দু’হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত ৷
নাগরনো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান-এই দুই দেশের সমস্যা অনেক পুরনো ৷ এই অঞ্চল দু’দেশই নিজেদের বলে দাবি করে এসেছে বহুকাল ধরেই ৷ সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয় ৷ দু’দেশের মধ্যে সংঘর্ষও ফের শুরু হয়েছে ৷ আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্ত অঞ্চল ফের অশান্ত হয়ে পড়েছে ৷ এর আগে ২০২০ সালের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন সেখানে ৷
advertisement
advertisement
আজারবাইজানের মোকাবিলায় এ বার খ্রিস্টান-প্রধান আর্মেনিয়া দ্বারস্থ হয়েছে ভারতের। দেশীয় প্রযুক্তিতে তৈরি তৈরি পিনাকা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ট্রাকের উপর বহনযোগ্য ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সম্ভাব্য চিনা আগ্রাসনের মোকাবিলায় মোতায়েন করেছে ভারতীয় সেনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 9:01 AM IST