Indian Woman Execution Update in Abu Dhabi: মৃত্যুর প্রহর গুনছিলেন, আবু ধাবিতে ফাঁসির অপেক্ষায় থাকা ভারতীয় তরুণীর কী হল? এল বড় আপডেট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রবিবার শাহজাদি নিজের বাড়িতে ফোন করেন৷ সেই ফোনের পরই খবর ছড়িয়ে পড়েছিল, চব্বিশ ঘণ্টার মধ্যে ওই তরুণীকে ফাঁসিতে ঝোলানো হবে৷
আবু ধাবি: শোনা গিয়েছিল, আজই সংযুক্ত আরব আমিরশাহিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় তরুণীর ফাঁসির নির্দেশ কার্যকর করা হবে৷ বাড়িতে ফোন করে সেকথা জানিয়েও দিয়েছিলেন উত্তর প্রদেশের বান্দা জেলার বাসিন্দা শাহজাদি নামে ওই তরুণী৷ নিজের বাবাকে জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ ফোন৷
তবে শেষ মুহূর্তে আশার আলো দেখা গেল শাহজাদির জন্য৷ বিষয়টি সম্পর্কে অবহিত সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এখনই সংযুক্ত আরব আমিরশাহিতে ৩৩ বছর বয়সি শাহজাদির ফাঁসি হচ্ছে না৷ তাঁর ফাঁসির সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে৷ সেই কারণেই আপাতত সাজাদান স্থগিত রাখা হয়েছে৷
আরও পড়ুন: ‘একদিনে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, বিরোধী দলনেতার নামে মোদিকে নালিশের হুঁশিয়ারি!
advertisement
advertisement
রবিবার শাহজাদি নিজের বাড়িতে ফোন করেন৷ সেই ফোনের পরই খবর ছড়িয়ে পড়েছিল, চব্বিশ ঘণ্টার মধ্যে ওই তরুণীকে ফাঁসিতে ঝোলানো হবে৷ শাহজাদি তাঁর বাবাকে সেরকমই জানিয়েছিলেন বলে খবর৷ য়়দিও নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এই খবর ভুল ছিল৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে৷
advertisement
শাহজাদির বাবা সাব্বির জানিয়েছেন, ২০২১ সালে আগ্রার বাসিন্দা উজেইর নামে এক ব্যক্তি প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে দুবাই নিয়ে যায়৷ সেখানে নিজের পরিচিত এক দম্পতির কাছে শাহজাদিকে বিক্রি করে দেয় উজেইর৷
ওই দম্পতির শিশুসন্তানের দেখভালের দায়িত্বে ছিলেন শাহজাদি৷ হঠাৎই সেই শিশুটির মৃত্যু হয়৷ শাহজাদির অবহেলায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে৷ এই অভিযোগেই গ্রেফতার করা হয় শাহজাদিকে৷ এর পর তাঁর ফাঁসির সাজা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 9:07 PM IST