Indian Woman Execution Update in Abu Dhabi: মৃত্যুর প্রহর গুনছিলেন, আবু ধাবিতে ফাঁসির অপেক্ষায় থাকা ভারতীয় তরুণীর কী হল? এল বড় আপডেট

Last Updated:

রবিবার শাহজাদি নিজের বাড়িতে ফোন করেন৷ সেই ফোনের পরই খবর ছড়িয়ে পড়েছিল, চব্বিশ ঘণ্টার মধ্যে ওই তরুণীকে ফাঁসিতে ঝোলানো হবে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আবু ধাবি: শোনা গিয়েছিল, আজই সংযুক্ত আরব আমিরশাহিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় তরুণীর ফাঁসির নির্দেশ কার্যকর করা হবে৷ বাড়িতে ফোন করে সেকথা জানিয়েও দিয়েছিলেন উত্তর প্রদেশের বান্দা জেলার বাসিন্দা শাহজাদি নামে ওই তরুণী৷ নিজের বাবাকে জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ ফোন৷
তবে শেষ মুহূর্তে আশার আলো দেখা গেল শাহজাদির জন্য৷ বিষয়টি সম্পর্কে অবহিত সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এখনই সংযুক্ত আরব আমিরশাহিতে ৩৩ বছর বয়সি শাহজাদির ফাঁসি হচ্ছে না৷ তাঁর ফাঁসির সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে৷ সেই কারণেই আপাতত সাজাদান স্থগিত রাখা হয়েছে৷
advertisement
advertisement
রবিবার শাহজাদি নিজের বাড়িতে ফোন করেন৷ সেই ফোনের পরই খবর ছড়িয়ে পড়েছিল, চব্বিশ ঘণ্টার মধ্যে ওই তরুণীকে ফাঁসিতে ঝোলানো হবে৷ শাহজাদি তাঁর বাবাকে সেরকমই জানিয়েছিলেন বলে খবর৷ য়়দিও নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এই খবর ভুল ছিল৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে৷
advertisement
শাহজাদির বাবা সাব্বির জানিয়েছেন, ২০২১ সালে আগ্রার বাসিন্দা উজেইর নামে এক ব্যক্তি প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে দুবাই নিয়ে যায়৷ সেখানে নিজের পরিচিত এক দম্পতির কাছে শাহজাদিকে বিক্রি করে দেয় উজেইর৷
ওই দম্পতির শিশুসন্তানের দেখভালের দায়িত্বে ছিলেন শাহজাদি৷ হঠাৎই সেই শিশুটির মৃত্যু হয়৷ শাহজাদির অবহেলায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে৷ এই অভিযোগেই গ্রেফতার করা হয় শাহজাদিকে৷ এর পর তাঁর ফাঁসির সাজা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Woman Execution Update in Abu Dhabi: মৃত্যুর প্রহর গুনছিলেন, আবু ধাবিতে ফাঁসির অপেক্ষায় থাকা ভারতীয় তরুণীর কী হল? এল বড় আপডেট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement