Turkey earthquake: চারদিকে মৃত্যু, হাহাকার! তার মধ্যেই তুরস্ক পৌঁছে দারুণ সুখবর পেলেন ভারতীয় সেনা জওয়ান

Last Updated:

তুরস্কের বিমানে ওঠার সময়ই রাহুল জানতে পেরেছিলেন তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

তুরস্কে পৌঁছেছে ভারতীয় সেনার উদ্ধারকারী দল।
তুরস্কে পৌঁছেছে ভারতীয় সেনার উদ্ধারকারী দল।
ইস্তানবুল: দেশ আগে নাকি পরিবার? বলিউডি সিনেমার চিত্রনাট্যে সেনার জীবনে এমন মোড় অনেক বারই এসেছে৷ দেখা গিয়েছে, পরিবারের আগে দেশকেই বেছে নিচ্ছেন রুপোলি পর্দার নায়ক৷
কিন্তু রুপোলি পর্দার নায়কদের চরিত্রের অনুপ্রেরণা জোগান তো বাস্তবের নায়করাই৷ কেউ পারিবারিক দায়বদ্ধতাকে দূরে সরিয়ে পাড়ি দেন সীমান্তে শত্রুর মোকাবিলায়, কেউ আবার যান কয়েক হাজার কিলোমিটার দূরের ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে৷ যেমন ঘটল উত্তর প্রদেশের বাসিন্দা ভারতীয় সেনার হাবিলদার রাহুল চৌধুরীর সঙ্গে৷
advertisement
advertisement
উত্তর প্রদেশের বাসিন্দা রাহুল চৌধুরীর স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন৷ সন্তানের জন্মের দিন যখন একেবারে দোরগোড়ায়, তখনই তুরস্কে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য নির্দেশ আসে রাহুলের কাছে৷ তাঁর পাসপোর্টও তৈরি হয়ে গিয়েছিল৷
ইন্ডিয়া টুডে-কে রাহুল জানিয়েছেন, 'তুরস্কে যাওয়ার নির্দেশ পাওয়ার পরই আমি নিজে ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলি৷ তিনি আমাকে বলেন, স্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর মতামত নিতে৷ যখন আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম কী করব, ও আমাকে নিজের সহকর্মীদের সঙ্গে চলে আসতে বলল৷ আমার স্ত্রী বলল, সব সময় দেশের প্রতি দায়িত্বকেই অগ্রাধিকার দেওয়া উচিত৷ সঙ্গে সঙ্গে মালপত্র গুছিয়ে আমি রওনা দিই৷'
advertisement
তুরস্কের বিমানে ওঠার সময়ই রাহুল জানতে পেরেছিলেন তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আর তুরস্কে পৌঁছেই তিনি খবর পান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী৷ স্বভাবতই বিদেশের মাটিতে দাঁড়িয়েও রাহুলের আনন্দ বাঁধ মানছিল না৷ তুরস্কে অস্থায়ী সেনা হাসপাতালে রাহুলের সহকর্মীরা তাঁর সদ্যোজাত ছেলের নাম তুর্কি চৌধুরী রাখার পরামর্শ দিয়েছেন৷
advertisement
তবে একা রাহুল নন, তুরস্কে উদ্ধারকাজে যাওয়া উত্তর প্রদেশেরই বাসিন্দা ভারতীয় সেনার সেপাই পদে কর্মরত কমলেশ কুমার চৌহানও তুরস্কে পৌঁছনোর পরই বাবা হওয়ার সুখবর পেয়েছেন৷
ভয়াল ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ ভারত সহ বিভিন্ন দেশ তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠিয়েছে৷ তুরস্কে এই উদ্ধার অভিযানের নাম 'অপারেশন দোস্ত' রেখেছে ভারত৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey earthquake: চারদিকে মৃত্যু, হাহাকার! তার মধ্যেই তুরস্ক পৌঁছে দারুণ সুখবর পেলেন ভারতীয় সেনা জওয়ান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement