Turkey earthquake: চারদিকে মৃত্যু, হাহাকার! তার মধ্যেই তুরস্ক পৌঁছে দারুণ সুখবর পেলেন ভারতীয় সেনা জওয়ান
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তুরস্কের বিমানে ওঠার সময়ই রাহুল জানতে পেরেছিলেন তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
ইস্তানবুল: দেশ আগে নাকি পরিবার? বলিউডি সিনেমার চিত্রনাট্যে সেনার জীবনে এমন মোড় অনেক বারই এসেছে৷ দেখা গিয়েছে, পরিবারের আগে দেশকেই বেছে নিচ্ছেন রুপোলি পর্দার নায়ক৷
কিন্তু রুপোলি পর্দার নায়কদের চরিত্রের অনুপ্রেরণা জোগান তো বাস্তবের নায়করাই৷ কেউ পারিবারিক দায়বদ্ধতাকে দূরে সরিয়ে পাড়ি দেন সীমান্তে শত্রুর মোকাবিলায়, কেউ আবার যান কয়েক হাজার কিলোমিটার দূরের ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে৷ যেমন ঘটল উত্তর প্রদেশের বাসিন্দা ভারতীয় সেনার হাবিলদার রাহুল চৌধুরীর সঙ্গে৷
আরও পড়ুন: ১২৮ ঘণ্টা পর ধ্বংস্তূপের নীচে থেকে উদ্ধার, স্নান করে প্রাণ ভরে খাবার খেল ছোট্ট প্রাণ! ভাইরাল ভিডিও
advertisement
advertisement
উত্তর প্রদেশের বাসিন্দা রাহুল চৌধুরীর স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন৷ সন্তানের জন্মের দিন যখন একেবারে দোরগোড়ায়, তখনই তুরস্কে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য নির্দেশ আসে রাহুলের কাছে৷ তাঁর পাসপোর্টও তৈরি হয়ে গিয়েছিল৷
ইন্ডিয়া টুডে-কে রাহুল জানিয়েছেন, 'তুরস্কে যাওয়ার নির্দেশ পাওয়ার পরই আমি নিজে ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলি৷ তিনি আমাকে বলেন, স্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর মতামত নিতে৷ যখন আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম কী করব, ও আমাকে নিজের সহকর্মীদের সঙ্গে চলে আসতে বলল৷ আমার স্ত্রী বলল, সব সময় দেশের প্রতি দায়িত্বকেই অগ্রাধিকার দেওয়া উচিত৷ সঙ্গে সঙ্গে মালপত্র গুছিয়ে আমি রওনা দিই৷'
advertisement
তুরস্কের বিমানে ওঠার সময়ই রাহুল জানতে পেরেছিলেন তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আর তুরস্কে পৌঁছেই তিনি খবর পান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী৷ স্বভাবতই বিদেশের মাটিতে দাঁড়িয়েও রাহুলের আনন্দ বাঁধ মানছিল না৷ তুরস্কে অস্থায়ী সেনা হাসপাতালে রাহুলের সহকর্মীরা তাঁর সদ্যোজাত ছেলের নাম তুর্কি চৌধুরী রাখার পরামর্শ দিয়েছেন৷
advertisement
তবে একা রাহুল নন, তুরস্কে উদ্ধারকাজে যাওয়া উত্তর প্রদেশেরই বাসিন্দা ভারতীয় সেনার সেপাই পদে কর্মরত কমলেশ কুমার চৌহানও তুরস্কে পৌঁছনোর পরই বাবা হওয়ার সুখবর পেয়েছেন৷
ভয়াল ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ ভারত সহ বিভিন্ন দেশ তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠিয়েছে৷ তুরস্কে এই উদ্ধার অভিযানের নাম 'অপারেশন দোস্ত' রেখেছে ভারত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
February 14, 2023 8:20 AM IST