Turkey Earthquake: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার, তার মধ্যেও ফের ভূমিকম্প তুরস্কে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের মাটি। তুরস্কে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৬০৫। সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সুদূর সাইপ্রাস দ্বীপেও তা অনুভূত হয়৷ পাশাপাশি, লেবানন, ইরাক, ইজরায়েলের একাংশও কেঁপে ওঠে বলে খবর৷
তুরস্ক: ভয়াবহ ভূমিকম্পে ইতিমধ্যেই তুরস্ক-সিরিয়ায় কমপক্ষে ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তারপরেও বার বার আফটার শকে কেঁপে উঠছে তুরস্ক। গত রবিবারও তার অন্যথা হয়নি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭।
গত সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের মাটি। তুরস্কে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৬০৫। সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সুদূর সাইপ্রাস দ্বীপেও তা অনুভূত হয়৷ পাশাপাশি, লেবানন, ইরাক, ইজরায়েলের একাংশও কেঁপে ওঠে বলে খবর৷
আরও পড়ুন- বছর ছয়েকের ছোট ঝাঁকড়া চুলের ছেলেটা মুগ্ধ করেছিল! সাংবাদিক সেজেই তাঁর বাড়িতে প্রবেশ! শুনে নিন সচিন-অঞ্জলির ফিল্মি প্রেমের কাহিনি
ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ এর পাশাপাশি আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷
advertisement
advertisement
পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম তুরস্ক৷ গত একশো বছরে এই অঞ্চলে এটিই অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে দাবি করা হচ্ছে৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয়৷ ২০২০ সালেও তুরস্কে দু'টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 13, 2023 10:25 AM IST