ভারতের উপহার, আগামিকালই বাংলাদেশে পৌঁছচ্ছে ২০ লক্ষ করোনার ভ্যাকসিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার
#বাংলাদেশ: ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে গণটিকাকরণ! ৩ কোটি দেশবাসীকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন! এর মধ্যেই পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ‘কোভিশিল্ড’ (Covishield) ভ্যাকসিন ঢাকাকে উপহার দিচ্ছে নয়াদিল্লি।
ঢাকা ট্রিবিউন সূত্রে খবর, একটি বিশেষ বিমানে ২০ জানুয়ারি ভ্যাকসিন পৌঁছাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার আগে ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে যথাযথ পরিকাঠামো প্রস্তুত রাখতে বলেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, কড়া নিয়ম মেনে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বাংলাদেশে। নির্দিষ্ট ‘টিকাদান কার্ড’ থাকলে তবেই ভ্যাকসিন মিলবে। জানা গিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রে যেমন নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকে, তেমনই টিকাদান কেন্দ্রগুলিতে নির্দিষ্ট সংখ্যক মানুষকেই ভ্যাকসিন দেওয়া হবে। সঙ্গে সরকারের দেওয়া টিকাদান কার্ড থাকতে হবে। করোনার টিকাকেন্দ্র হবে ইউনিয়ন পরিষদে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, জেলা বা সদর হাসপাতালে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, বিশেষায়িত হাসপাতালে, পুলিশ হাসপাতালে, বিজিবি হাসপাতালে, সম্মিলিত সামরিক হাসপাতালে এবং বক্ষব্যধি হাসপাতালে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2021 5:15 PM IST