অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঠিক আগে ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিল বাংলাদেশ

Last Updated:

বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানালেন, ভারতের এমন কিছু পদক্ষেপ করা উচিত নয়, যা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করতে পারে৷

#ঢাকা: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ সব কিছু ঠিক থাকলে আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ হেন সময়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ৷ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানালেন, ভারতের এমন কিছু পদক্ষেপ করা উচিত নয়, যা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করতে পারে৷
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীদের হাতে নয়া রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠার সম্ভাবনা প্রবল৷ রাম মন্দির ইস্যুতে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য, দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করতে চাইবে না৷ কিন্তু ভারতের এমন কোনও কাজ করা ঠিক নয়, যা বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধুত্ব ও সম্পর্ককে নষ্ট করে দেবে৷
advertisement
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন
advertisement
সর্বভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী মোমেন বলেন, 'আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে এই বিষয়টি (রাম মন্দির নির্মাণ) অনুমোদন করব না৷ তবু আমি এখনও ভারতের কাছে আর্জি জানাচ্ছি, এমন কিছু যেন না-করে, যাতে ভারত-বাংলাদেশের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়৷ দুপক্ষেরই উচিত কোনও রকম বিবাদ ও বিতর্ক হয়, এমন কাজ থেকে বিরত থাকা৷'
advertisement
তবে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে৷ তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক উড়িয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য, একেবারেই সৌজন্যমূলক কথা হয়েছে৷ খুবই সাধারণ৷ সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে রং চড়িয়ে খবর করছে৷ তাঁর কথায়, 'দুই রাষ্ট্রনেতার মধ্যে করোনাভাইরাস অতিমারি নিয়ে কথা হয়েছে৷ তবে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে তুলেছিলেন৷ কিন্তু বাংলাদেশ সে বিষয়ে চুপ ছিল৷ কোনও কথা বলেনি৷'
advertisement
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত 'টু-নেশন থিওরি'-র দিকে এগোচ্ছে৷ রাম মন্দির নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও, প্রতিবেশী রাষ্ট্রের মানুষের ভাবাবেগে প্রভাব ফেলতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঠিক আগে ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিল বাংলাদেশ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement