Modi Putin Xin Ping: চিনের তিয়ানজিনে চাঁদের হাট, মোদির একদিনে পুতিন, অন্যদিকে জিন পিং, বিশ্বকে বার্তা, ট্যারিফ নিয়ে ট্রাম্পকে বার্তা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India China Russia: তিন শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের হাতে বড় কাজ. ব্লু প্রিন্ট তৈরি করা কী করে লড়বে ট্রাম্পের ট্যারিফ ওয়ারের সঙ্গে
নয়াদিল্লি: চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আলোচনার ফাঁকেফাঁকে হাসি-মজা করতে দেখে সারা বিশ্ব হতবাক৷ কোনও ছবিতে তাঁদের আড্ডা দিতে এবং কোথাও আবার ক্যামেরাপার্সনদের অনুরোধে পোজ দিতেও দেখা গেছে৷ একদিকে পুতিন ও অন্যদিকে জিন পিংকে নিয়ে ফটো তুলে বিশ্বের সামনে বড় বার্তা দিচ্ছেন মোদি৷
আনুষ্ঠানিক ব্যস্ততার আগে উষ্ণ আলিঙ্গন বিনিময় করেছিলেন সব রাজনৈতিক নেতারা৷ চিনের তিয়ানজিনে সাংহাই শীর্ষ সম্মেলনের (এসসিও) নেতাদের বৈঠক শুরু হয়েছে। এসসিও বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করবেন। গোটা বিশ্বের নজর এই বৈঠকের দিকে।
advertisement
advertisement
সকাল ৯:৪৫ মিনিটে দুই পরাশক্তির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকটি বিশেষ হয়ে ওঠে কারণ আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এটি দুই নেতার প্রথম বৈঠক। প্রকৃতপক্ষে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর পৃথক ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

advertisement
মেগা বৈঠকের মধ্যে কিছু আন্তরিক উষ্ণতা বিনিময় মুহূর্ত
প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক এবং এসসিও শীর্ষ সম্মেলন সম্পর্কিত ছোট-বড় খবরের আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি।
এসসিও সম্মেলনে চিন ও ভারতের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব নিয়ে আলোচনা হচ্ছে। চিনা সংবাদপত্রেও ভারত ও চীনের সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। চিনা সংবাদপত্রটি লিখেছে, ‘রাষ্ট্রপতি শি পারস্পরিক উপকারী সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন যে উন্নয়ন হল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় অংশীদারিত্ব। সীমান্ত ইস্যুতে (ভারত-চিন সীমান্ত) সংবাদপত্রটি লিখেছে, ‘শি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পক্ষে এবং শান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি দুই দেশের মধ্যে বিরোধকে সম্পর্কের উপর প্রভাব বিস্তার করা থেকে বিরত রাখার বিষয়ে কথা বলেছেন।’
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন যে ৭০ বছর আগে চিনা ও ভারতীয় নেতাদের পুরনো প্রজন্মের দ্বারা প্রদত্ত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিগুলিই একমাত্র পথপ্রদর্শক শক্তি।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 9:23 AM IST