India-Bangladesh: হাসিনা-যুগের পর প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক আশাপ্রদ! 'জট' কাটার সম্ভাবনা, উঠল সংখ্যালঘু ইস্যুও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
India-Bangladesh: বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব।
ঢাকা: বাংলাদেশ-ভারতের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্ঠা মহ: তৌহিদ হোসেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কই চায় ভারত, বৈঠক শেষে নয়াদিল্লির অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিলেন মিসরি।
সূত্রের খবর, সোমবার ঢাকায় মহ: তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করলেন বিক্রম মিসরি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির দিকেই নিয়ে যেতে চায় ভারত। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মিসরি জানালেন, ‘‘ এই আলোচনা ভারতকে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি পর্যালোচনা করার সুযোগ দিয়েছে।’’
advertisement
advertisement
তিনি জানালেন, ‘‘আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই, যা পারস্পরিকভাবে দুই দেশের উপকারে আসবে। আমি জোর দিয়েছিলাম যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায়। আমরা জনগণকেন্দ্রিক সম্পর্ক চাই, এবং আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা আছে।’’
advertisement
বিগত বেশ কিছুদিন ভারত-বিরোধী আবহ তৈরি হয়েছে সেদেশে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি নিয়েও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 5:14 PM IST