India-Pakistan Tension: পুলওয়ামার পর্দাফাঁস! এবার পাক সেনা যা জানাল, বিশ্বে মুখ দেখাবে কী করে পাকিস্তান!

Last Updated:

India-Pakistan Tension: ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর হাত। পাকিস্তানি বিমান বাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার প্রকাশ্যে ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা স্বীকার করেছেন।

Aurangzeb Ahmed. DG ISPR Lt Gen Ahmed Sharif Chaudhry and a Navy spokesperson. (Image Credit: X)
Aurangzeb Ahmed. DG ISPR Lt Gen Ahmed Sharif Chaudhry and a Navy spokesperson. (Image Credit: X)
নয়াদিল্লিঃ ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর হাত। পাকিস্তানি বিমান বাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার প্রকাশ্যে ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা স্বীকার করেছেন। সেই ঘটনায় ৪০ জন ভারতীয় আধাসামরিক সদস্য নিহত হয়েছিল। বছরের পর বছর অস্বীকার করার পর অপ্রত্যাশিতভাবে স্বীকার করেছেন তাঁরা।
এক সংবাদ সম্মেলনে, পাকিস্তান বিমান বাহিনীর জনসংযোগ মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ পুলওয়ামা বোমা হামলাকে “কৌশলগত প্রতিভার” একটি কাজ বলে উল্লেখ করেছেন।
advertisement
advertisement
আওরঙ্গজেব আহমেদ বলেন, আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এবং নৌবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুলওয়ামায় তাঁদের “কৌশলগত প্রতিভা” এবং অপারেশন সিন্দুরের পরে তাদের “অপারেশনাল অগ্রগতি এবং কৌশলগত দক্ষতা” প্রদর্শন করেছে।
advertisement
তিনি বলেন, “যদি পাকিস্তানের আকাশসীমা, স্থল, জলসীমা, অথবা আমাদের জনগণ হুমকির সম্মুখীন হয়, তাহলে কোনও আপস করা যাবে না। আমরা আমাদের জাতির কাছে ঋণী। পাকিস্তানি জনগণের তাঁদের সশস্ত্র বাহিনীর উপর যে গর্ব এবং আস্থা রয়েছে তা আমরা সর্বদা বজায় রাখি, যেকোনও মূল্যে। পুলওয়ামায় আমাদের কৌশলগত দক্ষতার মাধ্যমে আমরা তা বোঝাতে চেষ্টা করেছি; এখন, আমরা আমাদের অপারেশনাল অগ্রগতি এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছি।”
বাংলা খবর/ খবর/বিদেশ/
India-Pakistan Tension: পুলওয়ামার পর্দাফাঁস! এবার পাক সেনা যা জানাল, বিশ্বে মুখ দেখাবে কী করে পাকিস্তান!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement