Bangla News: সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ, বাঁকুড়ার রাইপুরে গ্রেফতার এক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangla News: সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রাইপুর থানার উপরবান্দা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা।
বাঁকুড়া: সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রাইপুর থানার উপরবান্দা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ ২৫ মে যুদ্ধ? ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে আধ্যাত্মিক নেতার বিরাট ভবিষ্যদ্বাণী! রণবীর এলাহাবাদিয়া শোতে কী ঘটল জানেন?
ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার রাইপুর থানার উপরবাঁধা গ্রামের যুবক সফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মান জনক পোস্ট করে যাচ্ছিল বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ পায়ের এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন যে রক্তে বেড়েছে ইউরিক অ্যাসিড! সাবধান হন আগেই
গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই সফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ, বাঁকুড়ার রাইপুরে গ্রেফতার এক