Iceland news: গত ৮ বছরে প্রথমবার সাদা ভাল্লুকের দর্শন, গুলি করে মেরে ফেলা হল এই দেশে
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Iceland news: গত ৮ বছরে প্রথমবার বিলুপ্ত প্রজাতির সাদা ভাল্লুকের দর্শন পাওয়া গিয়েছিল আইসল্যান্ডে, জনগনের ক্ষতি হতে পারে ভেবে গুলি করে মেরে ফেলা হল সেটিকে৷
রেজাভিক: আইসল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রামে গুলি করে মেরে ফেলা হল একটি সাদা ভাল্লুককে। জানা গিয়েছে, ভাল্লুকটি জনসাধরণেক কাছে রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই প্রশাসনের তরফে আর দেরি করা হয়নি সিদ্ধান্ত নিতে।
আরও পড়ুন : লেবাননে পেজার বিষ্ফোরণে প্রবাসী ভারতীয়ের যোগ! বিষ্ফোরক সরবরাহের দায়িত্বে ছিলেন ‘জোস’?
ওয়েস্টফোর্ডের পুলিশ প্রধান হেলগি জেনসন বলছিলেন, “এটি এমন একটা কাজ, যেটা কখনওই আমাদের কাছে পছন্দের নয়। পরিস্থিতি বিচারে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়।” ঘটনাটি ঠিক কী হয়েছিল। পুলিশ অফিসারটি বলছিলেন, ভাল্লুকটিকে যেখানে দেখা গিয়েছে, তার খুব কাছেই এক বৃদ্ধা মহিলা থাকতেন। ভাল্লুকটি তাঁর বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রচণ্ড ভয় গিয়েছিলেন বৃদ্ধা। তাই ভয়ঙ্কর কিছু ঘটার আগে একটা সিদ্ধান্ত নিতেই হত। প্রসঙ্গত, গত আট বছরে এই প্রথমবার আইসল্যান্ডে ভাল্লুকের দর্শন পাওয়া গিয়েছিল৷ দুর্ভাগ্যবশত, সেটিকে আর বাঁচিয়ে রাখা হয়নি৷
advertisement
advertisement
আইসল্যান্ডিক ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রির বৈজ্ঞানিক সংগ্রহের পরিচালক আনা সভেনসডোত্তিরের মতে, মেরু ভালুক আইসল্যান্ডে জনবসতির কাছে সাধারণত দেখতে আসে না। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গ্রিনল্যান্ড থেকে অনেক বড় বড় বরফের টুকরো আইসল্য়ান্ডের বিভিন্ন শহরের দিকে ভেসে আসছে, তাতে করেই চলে আসছে সাদা ভাল্লুক৷ এই ঘটনা তেমনই বলে ধারণা৷
advertisement
2016 সালের পর থেকে এই ঘটনার আগে পর্যন্ত আইসল্যান্ডে কোনও সাদা ভাল্লুকের মৃত্যু হয়নি৷ পরিসংখ্যান অনুযায়ী আইসল্যান্ডে মাত্র 600টি সাদা ভাল্লুক বর্তমাণ৷ বরফে ঢাকা দেশে সাদা ভাল্লুকের হত্যা অপরাধের সমান৷ তবে ভাল্লুক যদি মানুষ, গবাদি পশু আক্রমণ করে, তবে সেটিকে হত্যা করার পারমিশন দেওয়া হয়৷
২০০৮ সালে দুটি ভাল্লুককে গুলি করে মেরে ফেলা হয়েছিল৷ হারিয়ে যেতে বসা জন্তুর হত্যা নিয়ে বিতর্ক চলেছিল অনেকদিন৷ অবশেষে ঘটনার তদন্তের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল৷ টাস্ক ফোর্স জানিয়েছিল, উদভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে জনবসতী এলাকায় ভাল্লুক চলে এলে, সেটিকে মেরে ফেলাই সঠিক কাজ৷ না হলে সেটি সবাইকে আক্রমণ করবে৷ প্রশ্ন হল, ভাল্লুকগুলিকে ধরে নিয়ে ফিরিয়ে দিয়ে আসা কেন হয় না? আসলে সেই কাজটা অনেক খরচা সাপেক্ষ৷ এবং ফিরিয়ে দিতে হলে অতিক্রম করতে হবে প্রায় ৩০০ কিলোমিটার৷ আর তাই সেই পথে কেউই যায় না৷
advertisement
গুলি করে হত্যা করা সাদা ভাল্লুকটিকে একটি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে৷ ভাল্লুকটির ওজন ১৫০ থেকে ২০০ কিলোর মতো৷ ইতিমধ্যেই স্যাম্পেল নিয়ে গিয়েছেন বিজ্ঞানীরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 9:40 PM IST