Rishi Sunak: পরাজিত ঋষি সুনক, বিদায়ী সম্ভাষণে কী বললেন প্রথম ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ বিদায়ী প্রধানমন্ত্রী?

Last Updated:

Rishi Sunak Steps Down As Party Leader: সুনক তাঁর বিদায়ী ভাষণে বলেন, ‘‘আমি শুনেছি, আমাদের পার্টির মধ্যে অনেকের ভিতরেই হতাশা ও ক্ষোভ জন্মাচ্ছে৷ আমি এই পরাজয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি এবং পার্টির প্রধানের দায়ভার থেকে সরে দাঁড়াচ্ছি৷’’

ঋষি সুনক তাঁর পত্নী অক্ষতা মূর্তিকে নিয়ে যখন  প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে আসছে তখন স্পষ্টতই তাঁকে কিছুটা হতাশাগ্রতস্ত লাগছিল৷ (Image: Reuters)
ঋষি সুনক তাঁর পত্নী অক্ষতা মূর্তিকে নিয়ে যখন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে আসছে তখন স্পষ্টতই তাঁকে কিছুটা হতাশাগ্রতস্ত লাগছিল৷ (Image: Reuters)
লন্ডন: ঋষি সুনক তাঁর পার্টির পরাজয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করলেন৷ পদত্যাগ করলেন দলের প্রধান ও বিট্রেনের প্রধানমন্ত্রী হিসেবে৷ ইংল্যান্ড জুড়ে এইবারে পরিবর্তনের হাওয়া৷ কিয়ের স্টার্মারের লেবার পার্টি এইবারের নির্বাচনে একক সংখ্যাগোষ্ঠিতা লাভ করেছে৷ ৬৫০ এর মধ্যে ৪০০ আসন লাভ করে চমকপ্রদ য লেবার পার্টির ফলাফল৷
পরাজয়ের পর কনজারভেটিভ পার্টির সমর্থকদের মধ্যে ক্ষোভ, হতাশা দুই-ই চোখে পড়ছে৷ এই প্রসঙ্গে সুনক তাঁর বিদায়ী ভাষণে বলেন, ‘‘আমি শুনেছি, আমাদের পার্টির মধ্যে অনেকের ভিতরেই হতাশা ও ক্ষোভ জন্মাচ্ছে৷ আমি এই পরাজয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি এবং পার্টির প্রধানের দায়ভার থেকে সরে দাঁড়াচ্ছি৷’’ তিনি তাঁদের দলের প্রার্থী ও প্রচারকদের কাছ থেকে পরাজয় ও দলের খারাপ প্রদর্শনীর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন৷ ইতিমধ্যেই সুনক তাঁর পদত্যাগ পত্র বার্কিংহামের কাছে পাঠিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement
প্যালেস থেকেও পদত্যাগ পত্র প্রাপ্তির কথা স্বীকার করে নেওয়া হয়েছে, ‘‘সম্মানীয় ঋষি সুনক আজ সকালেই তাঁর পদত্যাগ পত্র রাজার কাছে পাঠিয়েছেন৷ তিনি তা গ্রহণও করেছেন৷’’
বিট্রেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক উত্তর ইংল্যান্ডের নিজের কেন্দ্র রিচমন্ড ও নর্দালারটনে ২৩,০৫৯ ভোটে পার্টির জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে৷ কিন্তু সমগ্র ব্রিটেনে তাঁর পার্টিকে বিশাল ব্যবধানে পরাজয়ের শিকার হতে হয়েছে৷ প্রায় ১৮ বছর পর ইংল্যান্ড ডানপন্থা ছেড়ে বামপন্থার প্রতি আস্থা রেখেছে৷
advertisement
ঋষি সুনক তাঁর পত্নী অক্ষতা মূর্তিকে নিয়ে যখন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে আসছে তখন স্পষ্টতই তাঁকে কিছুটা হতাশাগ্রস্ত লাগছিল৷ তবে তিনি তাঁর ভাষণে কিয়ের স্টার্মারকে জেতার জন্য অভিনন্দন জানাতেও ভোলেননি৷ কিয়ের স্টার্মার লন্ডনে হলবর্ন ও প্যানক্রাস কেন্দ্র দুটিতে ভাল মার্জিনে জয় লাভ করেছেন৷ জয়ের পর ইংল্যান্ডের ভাবী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার প্রতিশ্রুতি দেন, ‘‘নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে৷ আজ থেকেই অবস্থার পরিবর্তন হবে৷ দেশকে নতুন দিশা দেখানোর উদ্দেশ্যে আজ থেকেই আমরা কাজ শুরু করব৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak: পরাজিত ঋষি সুনক, বিদায়ী সম্ভাষণে কী বললেন প্রথম ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ বিদায়ী প্রধানমন্ত্রী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement