UK Election: প্রচারের শেষলগ্নে আত্মবিশ্বাসী ঋষি সুনক! সমীক্ষা কী একই কথা বলছে?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Rishi Sunak is confident about winning the election: চূড়ান্ত সাংবাদিক সম্মেলনে ঋষি সুনক বলেন, ‘‘আমরা প্রত্যেকটা ভোটের জন্য লড়ছি৷ মাত্র ১৩০০০০ মানুষ ভোটের নির্বাচনের ফলে পার্থক্য করে দিতে পারে৷ শেষ অবধি এটাই বলতে চাই, এই নির্বাচনে ফলাফল যাই হোক না কেন? নির্বাচনের ফলের সমস্ত দায়ভার আমার৷’’
লন্ডন: ঋষি সুনকের মন্ত্রিসভার সদস্য পেনশন মন্ত্রী মেল স্ট্রাইডস কয়েকদিন আগে ব্রিটেনের নির্বাচন প্রসঙ্গে জিবি নিউজকে বলেন, ‘‘লেবার পার্টির ভোট ব্যাঙ্কে বড়সড় ধস নামতে চলেছে৷ ভোটে এই ধরনের ধস ব্রিটেন এর আগে কখনও দেখেনি৷’’ যদিও ভোট শুরু হওয়ার ঠিক আগেই সান ট্যাবলয়েড লেবার পার্টিকে সমর্থন করেছে৷ এই ট্যাবলয়েড সাধারণত বিজয়ী পক্ষকেই সমর্থন করেন৷ যা ঋষি সুনকের জন্য মোটেও খুব একটা ভাল নয়৷
জনমত সমীক্ষা বলছে, এবার লেবার পার্টি ভোটে অনেকটা ভাল ফল করবে৷ ব্রেক্সিটের ঘটনা, মূল্যবৃদ্ধি প্রভৃতি নানা কারণের জন্য প্রায় দেড় দশকের পর ডানপন্থী কনজারভেটিভ সরকার থেকে মুখ ফেরাতে পারে সেখানের জনগণ৷
advertisement
advertisement
তবে জেতা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের প্রধাণমন্ত্রী ঋষি সুনক৷ যদিও তিনি তাঁর মন্ত্রীসভার সদস্য স্ট্রাইডাসের মতো সরাসরি কোনও ভবিষ্যৎ বাণী করতে চাননি৷ তিনি দাবী করেছেন, তাঁর আমলে ব্রিটিশ অর্থনীতি পুনরায় ট্র্যাকে ফিরেছে৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,‘‘জীবনযাত্রার মান নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছিল, প্রচারাভিযানের সময় সেই কথাগুলো কিন্তু আর ওঠেনি৷ এর থেকেই বোঝা যায়, দেশের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হয়েছে৷’’ তাঁর বক্তব্য ভোটে তার প্রভাব পড়বেই৷ তিনি প্রত্যেকটা ভোটের জন্য লড়বেন৷
advertisement
চূড়ান্ত সাংবাদিক ঋষি সুনক বলেন, ‘‘আমরা প্রত্যেকটা ভোটের জন্য লড়ছি৷ মাত্র ১৩০০০০ মানুষ ভোটের নির্বাচনের ফলে পার্থক্য করে দিতে পারে৷ শেষ অবধি এটাই বলতে চাই, এই নির্বাচনে ফলাফল যাই হোক না কেন? নির্বাচনের ফলের সমস্ত দায়ভার আমার৷’’
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 2:49 PM IST