ব্যস্ত মার্কেটে প্রবল বিস্ফোরণ, তুরস্কে মৃত ৪, আহত বহু

Last Updated:

Turkey: বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে।

তুরস্কে বিস্ফোরণ। ছবি- রয়টার্স
তুরস্কে বিস্ফোরণ। ছবি- রয়টার্স
#তুরস্ক: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় এলাকা ইস্তিকলাল মার্কেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। এখনও পর্যন্ত পাওয়া খবরে বিস্ফোরণে জখম হয়েছেন অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও বিস্ফোরণের বেশ কিছু ভিডিও সামনে এসেছে।
তবে এই বিস্ফোরণের নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।  কিন্তু এবারই প্রথম নয়। ২০১৫ থেকে ২০১৬ সালেও একাধিকবার এই এলাকাটিতে আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে। ফলে এই বিস্ফোরণের পিছনেও নাশকতা তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে। তবে গোটা বিস্ফোরণ নিয়ে কার্যত মুখে কুলুপ এটেছে সেখানকার প্রশাসন। এমনকী স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে এই সংক্রান্ত কোনও খবর সম্প্রচারে নিষেধ করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকালে ইস্তিকলাল মার্কেট চত্বরে ভালোই ভিড় ছিল। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রচুর পর্যটকও উপস্থিত ছিলেন সেখানে। সেই সময়ে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে কী থেকে এই বিস্ফোরণ হয়েছে,  তা এখনও জানা যায়নি।
advertisement
বিস্ফোরণের পরেই আতঙ্কে সকলে আশেপাশে ছুটতে শুরু করে দেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই বিস্ফোরণের আহতের সংখ্যা ৩০ এর বেশি। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্যস্ত মার্কেটে প্রবল বিস্ফোরণ, তুরস্কে মৃত ৪, আহত বহু
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement