১৫ হাজার ফুট উচ্চতায় দুর্গম গিরিপথের তুষাররাজ্যে এই এটিএম চলে সৌরশক্তিতে, জেনে নিন কোথায়

Last Updated:

Highest altitude ATM in the world: সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত এই এটিএম সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সাহায্যের আলো৷ পাশাপাশি সারা বিশ্বের অভিযাত্রীরা এই এটিএমে আসেন

২০১৬ সালে এই এটিএম শুরু করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান
২০১৬ সালে এই এটিএম শুরু করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান
ভারতের মধ্যে সবথেকে বেশি উচ্চতার অবস্থানে এটিএম অবস্থিত সিকিমে৷ কিন্তু জানেন কি বিশ্বের মধ্যে সর্বোচ্চ অক্ষাংশে এটিএম কোথায় আছে? আছে, ভারতের পড়শি পাকিস্তানে৷ পাকিস্তানের উত্তর অংশে চিন সীমান্তে খুঞ্জেরাম গিরিপথে ৪৬৯৩ মিটার বা ১৫ হাজার ৩৯৬ ফুট উচ্চতায় আছে সেই এটিএম৷ এর আরও বিশেষত্ব হল পুরো কারিগরি পরিচালিত হয় সৌরশক্তি ও বায়ুশক্তিতে৷
২০১৬ সালে এই এটিএম শুরু করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান৷ সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত এই এটিএম সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সাহায্যের আলো৷ পাশাপাশি সারা বিশ্বের অভিযাত্রীরা এই এটিএমে আসেন৷ টাকা তোলা বা অন্যান্য লেনদেনের পাশাপাশি নিজস্বী তোলাও তাদের আগমনের অঙ্গ৷ নীতিগত দিক থেকে এই এটিএম-এর অবস্থান চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সেপেক-এ (CEPEC)৷ শীতকালে এটিএম-এর বিশেষ যত্ন নেওয়া হয়৷ নিকটবর্তী সস্ত শহরে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের শাখা থেকে এই এটিএম পরিচালনা করা হয়৷ দেখা হয়, যাতে অর্থের যোগান নিরবচ্ছিন্ন থাকে৷
advertisement
আরও পড়ুন : মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা
বিল পেমেন্ট এবং লেনদেন সংক্রান্ত অন্যান্য পরিষেবা তো আছেই৷ এছাড়াও পাওয়া যায় টাকা তোলা, বিলের ডিজিটাল পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারের সুবিধে৷ শীতকালে, বিশেষ করে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেলে এই এটিএম-এর বিশেষ দেখভালের দরকার হয়৷ এই এটিএম-এর মনিটরিং অফিসার শাহ বিবি৷ জানিয়েছেন, ১৫ দিনে এখান থেকে প্রায় ৪-৫ মিলিয়ন অঙ্কের অর্থ তোলা হয়৷ এটিএম সংক্রান্ত যাবতীয় তথ্য সস্ত শাখায় পৌঁছে দেন তিনি৷ কোনও যান্ত্রিক ত্রুটি হলে এখানে পৌঁছতে কারওর ২ থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়৷ তার পর সারানো হয় যান্ত্রিক ত্রুটি৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ১০ কন্যা, ১ পুত্র, ৪০ জন নাতিনাতনি সত্ত্বেও নিঃসঙ্গ মধ্যবয়সি ব্যক্তি বিয়ে করলেন পঞ্চমবার, পাত্রী খুঁজলেন মেয়েরাই
স্থানীয় বাসিন্দা ও অভিযাত্রীদের কাছে ভরসার জায়গা এই অটোমেটেড টেলার মেশিন ৬ বছর আগেই জায়গা পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৫ হাজার ফুট উচ্চতায় দুর্গম গিরিপথের তুষাররাজ্যে এই এটিএম চলে সৌরশক্তিতে, জেনে নিন কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement