১৫ হাজার ফুট উচ্চতায় দুর্গম গিরিপথের তুষাররাজ্যে এই এটিএম চলে সৌরশক্তিতে, জেনে নিন কোথায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Highest altitude ATM in the world: সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত এই এটিএম সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সাহায্যের আলো৷ পাশাপাশি সারা বিশ্বের অভিযাত্রীরা এই এটিএমে আসেন
ভারতের মধ্যে সবথেকে বেশি উচ্চতার অবস্থানে এটিএম অবস্থিত সিকিমে৷ কিন্তু জানেন কি বিশ্বের মধ্যে সর্বোচ্চ অক্ষাংশে এটিএম কোথায় আছে? আছে, ভারতের পড়শি পাকিস্তানে৷ পাকিস্তানের উত্তর অংশে চিন সীমান্তে খুঞ্জেরাম গিরিপথে ৪৬৯৩ মিটার বা ১৫ হাজার ৩৯৬ ফুট উচ্চতায় আছে সেই এটিএম৷ এর আরও বিশেষত্ব হল পুরো কারিগরি পরিচালিত হয় সৌরশক্তি ও বায়ুশক্তিতে৷
২০১৬ সালে এই এটিএম শুরু করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান৷ সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত এই এটিএম সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সাহায্যের আলো৷ পাশাপাশি সারা বিশ্বের অভিযাত্রীরা এই এটিএমে আসেন৷ টাকা তোলা বা অন্যান্য লেনদেনের পাশাপাশি নিজস্বী তোলাও তাদের আগমনের অঙ্গ৷ নীতিগত দিক থেকে এই এটিএম-এর অবস্থান চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সেপেক-এ (CEPEC)৷ শীতকালে এটিএম-এর বিশেষ যত্ন নেওয়া হয়৷ নিকটবর্তী সস্ত শহরে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের শাখা থেকে এই এটিএম পরিচালনা করা হয়৷ দেখা হয়, যাতে অর্থের যোগান নিরবচ্ছিন্ন থাকে৷
advertisement
আরও পড়ুন : মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা
বিল পেমেন্ট এবং লেনদেন সংক্রান্ত অন্যান্য পরিষেবা তো আছেই৷ এছাড়াও পাওয়া যায় টাকা তোলা, বিলের ডিজিটাল পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারের সুবিধে৷ শীতকালে, বিশেষ করে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেলে এই এটিএম-এর বিশেষ দেখভালের দরকার হয়৷ এই এটিএম-এর মনিটরিং অফিসার শাহ বিবি৷ জানিয়েছেন, ১৫ দিনে এখান থেকে প্রায় ৪-৫ মিলিয়ন অঙ্কের অর্থ তোলা হয়৷ এটিএম সংক্রান্ত যাবতীয় তথ্য সস্ত শাখায় পৌঁছে দেন তিনি৷ কোনও যান্ত্রিক ত্রুটি হলে এখানে পৌঁছতে কারওর ২ থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়৷ তার পর সারানো হয় যান্ত্রিক ত্রুটি৷
advertisement
advertisement
আরও পড়ুন : ১০ কন্যা, ১ পুত্র, ৪০ জন নাতিনাতনি সত্ত্বেও নিঃসঙ্গ মধ্যবয়সি ব্যক্তি বিয়ে করলেন পঞ্চমবার, পাত্রী খুঁজলেন মেয়েরাই
স্থানীয় বাসিন্দা ও অভিযাত্রীদের কাছে ভরসার জায়গা এই অটোমেটেড টেলার মেশিন ৬ বছর আগেই জায়গা পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 7:45 AM IST