United Kingdom news: ব্রিটেনে অশান্তি! ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাই কমিশন
- Published by:Ratnadeep Ray
Last Updated:
United Kingdom protest: অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন।
লন্ডন: অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। সাম্প্রদায়িক অশান্তিতে সেখানে গ্রেফতার হয়েছেন প্রায় ৪০০ জন। ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল-সহ একাধিক শহরে শুরু হয়েছে অশান্তি। অশান্তি থামাতে তৎপর হয়েছে ব্রিটেনের প্রশাসন। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন।
ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, “ইউনাইটেড কিংডমের কিছু জায়গায় অশান্তি হচ্ছে, ভারতীয় নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে হবে। ভারতীয় হাই কমিশন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভারত থেকে যারা আসবেন তাঁদের সতর্ক থাকতে বলা হচ্ছে”।
advertisement
advertisement
শুধু তাই নয়, সেখানে ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের উপদেশ দেওয়া হয়েছে স্থানীয় খবর নজর রাখতে এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর খবরে নজর রাখতে। একই সঙ্গে ব্রিটেনের যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই এলাকাগুলি এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।
এমনিতে বাংলাদেশে অশান্তি চলছে। সেখানে এখনও আটকে রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। এর মধ্যেই ব্রিটেন নিয়েও শুরু হল সমস্যা। যদিও ব্রিটেনের পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছে ভারতীয় হাই কমিশন। যুক্তরাজ্যে এমনিতেই প্রচুর ভারতীয় নাগরিকরা থাকেন, তাই ব্রিটেনের পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে ভারতকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 4:11 PM IST