United Kingdom news: ব্রিটেনে অশান্তি! ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাই কমিশন

Last Updated:

United Kingdom protest: অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন।

ব্রিটেনে অশান্তি।
ব্রিটেনে অশান্তি।
লন্ডন: অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। সাম্প্রদায়িক অশান্তিতে সেখানে গ্রেফতার হয়েছেন প্রায় ৪০০ জন। ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল-সহ একাধিক শহরে শুরু হয়েছে অশান্তি। অশান্তি থামাতে তৎপর হয়েছে ব্রিটেনের প্রশাসন। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন।
ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, “ইউনাইটেড কিংডমের কিছু জায়গায় অশান্তি হচ্ছে, ভারতীয় নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে হবে। ভারতীয় হাই কমিশন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভারত থেকে যারা আসবেন তাঁদের সতর্ক থাকতে বলা হচ্ছে”।
advertisement
advertisement
শুধু তাই নয়, সেখানে ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের উপদেশ দেওয়া হয়েছে স্থানীয় খবর নজর রাখতে এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর খবরে নজর রাখতে। একই সঙ্গে ব্রিটেনের যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই এলাকাগুলি এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।
এমনিতে বাংলাদেশে অশান্তি চলছে। সেখানে এখনও আটকে রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। এর মধ্যেই ব্রিটেন নিয়েও শুরু হল সমস্যা। যদিও ব্রিটেনের পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছে ভারতীয় হাই কমিশন। যুক্তরাজ্যে এমনিতেই প্রচুর ভারতীয় নাগরিকরা থাকেন, তাই ব্রিটেনের পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে ভারতকে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
United Kingdom news: ব্রিটেনে অশান্তি! ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাই কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement