Bangladesh news: বাংলাদেশে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh news: বাংলাদেশে জাতীয় সাংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার সাংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে দুপুর ৩টে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়।
ঢাকা: বাংলাদেশে জাতীয় সাংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার সাংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে দুপুর ৩টে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। সেই মতো সাংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি জেল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৮ সাল থেকে জেলে বন্দি ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে মুক্তি পেলেও জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছিল। মঙ্গলবার জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ১০ বছর ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া।
advertisement
advertisement
বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় গ্রেফতার ও আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 3:47 PM IST