India- Bangladesh: নিজেদের দেশের অস্থির অবস্থার মধ্যেই চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের নাগরিকেরা

Last Updated:

India- Bangladesh: বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই সীমান্ত পারাপার করছেন, অধিকাংশ নাগরিক ভারতবর্ষে আসছেন চিকিৎসার জন্য আবার অনেকেই চিকিৎসা করে দেশে ফিরে যাচ্ছেন

+
মহদিপুর

মহদিপুর চেকপোস্ট 

মালদহ: বাংলাদেশ অস্থির অবস্থার মধ্যেই সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশী চিকিৎসার জন্য ভারতে আসেন। সোমবার হঠাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমদানি রফতানি বন্ধ করা হলেও চালু রাখা হয়েছে সীমান্তের যাত্রী পারাপার।
দেশের এমন পরিস্থিতির মাঝেও অনেকেই চিকিৎসার জন্য ভারতবর্ষে আসছেন। কারণ সুচিকিৎসার জন্য তাদের ভরসা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হাসপাতাল। বাংলাদেশের নাগরিক মোঃ লতিফ বলেন, “চিকিৎসার আমি ভারতবর্ষে আসলাম। মালদহে ডাক্তারের কাছে যাব। খারাপ দেশের পরিস্থিতি খারাপ। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।”
advertisement
advertisement
গোটা দেশজুড়ে ছাত্র আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে ভারতের বাসিন্দারা বাংলাদেশে তুলনামূলক ভাবে কম যাচ্ছেন। এমনকি এই সময়ে বাংলাদেশে যারা গিয়েছেন তারাও তড়িঘড়ি ফিরে আসছেন বিভিন্ন স্থলবন্দরগুলি দিয়ে। তবে সার্বিকভাবে স্থলবন্দরগুলি দিয়ে যাত্রী পারাপার অনেকটাই কম হয়েছে বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান এমনটাই বলছে। মহদিপুর স্থলবন্দরের আধিকারিক দেশদুলাল চক্রবর্তী বলেন, “বাংলাদেশের নাগরিকেরা বর্তমানে ভারতের চিকিৎসার জন্য আসছেন। তবে ভারতবর্ষের নাগরিকেরা এখন বাংলাদেশে একেবারেই যাচ্ছেন না। যাত্রী পারাপার অনেক কমেছে। বাংলাদেশের অনেকেই এখানে আটকে আছে তাদের জন্য আমরা সুব্যবস্থা করে দিচ্ছি”।
advertisement
মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে, প্রতিদিন প্রচুর মানুষ পারাপার করেন। এখানেও গত কয়েকদিন ধরে যাত্রী সংখ্যা প্রায় তিনগুণ কমে গিয়েছে। বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকেরাই ভারতবর্ষে আসছেন। ৯০ শতাংশ বাংলাদেশের বাসিন্দা ভারতবর্ষে আসছেন শুধুমাত্র চিকিৎসার জন্য। এমনকি যারা বাংলাদেশে এই সময় ফিরে যাচ্ছেন তাদের অধিকাংশই ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসার জন্য। এমন পরিস্থিতির মাঝেও শুধুমাত্র চিকিৎসার জন্য তাদের এদেশে আসতে হচ্ছে বলে জানান বাংলাদেশের বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
India- Bangladesh: নিজেদের দেশের অস্থির অবস্থার মধ্যেই চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের নাগরিকেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement