নিলামে টাইটানিক-এর নাবিকের ভুতূড়ে আয়না, কী দেখা যায় সেই আয়নায় ?

এই সেই আয়না Photo Source: Youtube

এই সেই আয়না Photo Source: Youtube

  • Last Updated :
  • Share this:

    #আমেরিকা: আয়নাটার বয়স ১১০ বছর। আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

    ১৯১২ সালের ১৪ এপ্রিল, পৃথিবীর ইতিহাসে এক কালো দিন ! দুর্ঘটনার কবলে পরে ডুবে যায় টাইটানিক। মারা যান অসংখ্য যাত্রী! এই ঘটনা সবারই জানা। কিন্তু অজানা ছিল এডওয়ার্ড জন স্মিথ নামে টাইটানিক-এর এক নাবিকের কথা। এখন অবশ্য তাঁর কথা ইন্টারনেটে ভাইরাল। কারণ ?নিলামে উঠতে চলেছে তাঁর ব্যবহৃত একটি আয়না।কিন্তু হঠাৎ নিলামে কেন ? কেনই বা তার এত বিপুল দর ? কারণ শুনলে চমকে উঠবেন! এটি নাকি ভুতূড়ে আয়না! অন্তত এমনটাই দাবি আয়নার ব্যবহারকারীদের! তাঁদের বক্তব্য, মাঝেমধ্যেই নাকি আয়নায় ভেসে ওঠে এডওয়ার্ড জন স্মিথ-এর মুখ।

    নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় নয় লক্ষ কুড়ি হাজার টাকা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটি।

    আরও পড়ুন-গোপনাঙ্গে যন্ত্র, ইলেকট্রিক শক, অজানা পিল সেবন - নির্মম অত্যাচারের বর্ণনা দিলেন মহিলা

    First published:

    Tags: Auction, Haunted mirror, Titanic