#আমেরিকা: আয়নাটার বয়স ১১০ বছর। আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।
১৯১২ সালের ১৪ এপ্রিল, পৃথিবীর ইতিহাসে এক কালো দিন ! দুর্ঘটনার কবলে পরে ডুবে যায় টাইটানিক। মারা যান অসংখ্য যাত্রী! এই ঘটনা সবারই জানা। কিন্তু অজানা ছিল এডওয়ার্ড জন স্মিথ নামে টাইটানিক-এর এক নাবিকের কথা। এখন অবশ্য তাঁর কথা ইন্টারনেটে ভাইরাল। কারণ ?
নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় নয় লক্ষ কুড়ি হাজার টাকা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটি।
আরও পড়ুন-গোপনাঙ্গে যন্ত্র, ইলেকট্রিক শক, অজানা পিল সেবন - নির্মম অত্যাচারের বর্ণনা দিলেন মহিলা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auction, Haunted mirror, Titanic