American H1B Visa: লটারিতে নয়! বেশি বেতন আর হতে হবে দুর্দান্ত দক্ষ...H1B ভিসা পাওয়া এখন আরও কঠিন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মার্কিন প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। কম বেতনে কাজ করানোর জন্য আর বিদেশ থেকে কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে না সংস্থাগুলি৷
ওয়াশিংটন: লটারিতে আর নয়! এবার যোগ্যতার নিরিখেই দেওয়া হবে H-1B ভিসা৷ পুরনো লটারি সিস্টেম বদলে H-1B ভিসা দেওয়া নিয়ে নতুন পদ্ধতি আনল ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার৷ নতুন নিয়মে বলা হয়েছে, উচ্চ বেতন সম্পন্ন, দুর্দান্ত দক্ষ বিদেশি ব্যক্তিদেরই একমাত্র H-1B ওয়ার্ক ভিসা দেবে ওয়াশিংটন৷ আমেরিকার এই নতুন নিয়মে জেরে, এন্ট্রি-লেভেল কর্মীদের আমেরিকায় যাওয়া একটু সমস্যার হয়ে দাঁড়াল৷
advertisement
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরেই ভিসা সিস্টেমের পুনর্বিন্যাসের কাজ চলছে ট্রাম্প প্রশসানের অন্দরে৷ ইতিমধ্যেই করা হয়েছে একাধিক পদক্ষেপ৷ যার মধ্যে এটা সর্বশেষ৷
advertisement
আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন! ইউনূসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছাত্রনেতার দাদার
advertisement
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, নতুন নিয়ম ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে ২০২৭ অর্থবছরে বার্ষিক প্রায় ৮৫,০০০ H-1B ভিসা বরাদ্দ নিয়ন্ত্রিত হবে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, এ বার থেকে দক্ষতা এবং উচ্চ বেতনকেই ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে তারা। অর্থাৎ, কোনও বিদেশিকে এইচ-১বি ভিসা দেওয়ার আগে দেখা হবে তাঁর দক্ষতা এবং তিনি কত বেতন পাবেন! সেই বিচারে যাঁদের দক্ষতা এবং বেতন দুই-ই বেশি, তাঁরা আগে সুযোগ পাবেন।
advertisement
মার্কিন প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। কম বেতনে কাজ করানোর জন্য আর বিদেশ থেকে কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে না সংস্থাগুলি৷
advertisement
ট্রাম্প প্রশাসনের মতে, ভিসার লটারি ব্যবস্থার মাধ্যমে নিয়োগকর্তাদের একাংশ কম দক্ষ কর্মীদের অল্প বেতনে চাকরি দিয়ে আমেরিকায় আনতেন। আমেরিকানেরাও এই কারণে দক্ষতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। সব দিক বিবেচনা করেই লটারি ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Dec 24, 2025 12:43 PM IST









