ISRO 'Bahubali' Rocket: ৬০০০ কেজির স্যাটেলাইট...নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে ভারতের ‘বাহুবলী’ রকেট! সংঘর্ষ এড়াতে উড়ল ৯০ সেকেন্ড দেরিতে

Last Updated:

চেন্নাই থেকে ১৩৫ কিলোমিটার পূর্ব উপকূলে অবস্থিত মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে নির্ধারিত সময়ের থেকে ৯০ সেকেন্ড দেরিতে রাজকীয় উড়ান নেয় ৪৩.৫ মিটার লম্বা এই রকেট৷

News18
News18
হায়দরাবাদ: ৯০ সেকেন্ড দেরিতে হলেও নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে উড়ে গেল ভারতের ‘বাহুবলী’ রকেট৷ ISRO-র লঞ্চ ভেহিকল Mark-3 (LVM3-M6)৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) থেকে বুধবার সকাল ৮টা বেজে ৫৫ মিনিটে বিরাট ওজনের BlueBird Block-2 communication satellite-কে সঙ্গে নিয়ে উড়ান নেয় সে৷
কিন্তু, কেন এই দেরি? ইসরো জানিয়েছে, Mark-3 (LVM3-M6)-এর উড়ানের কথা ছিল বুধবার ৮টা বেজে ৫৪ মিনিটে৷ কিন্তু, ওই সময় ছাড়লে তার সঙ্গে মহাকাশে থাকা অন্য একটি স্যাটেলাইটের ভাঙা অংশের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা প্রবল ছিল৷ সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই ৯০ সেকেন্ড দেরিতে ছাড়া হয় রকেটটি৷
advertisement
advertisement
বাহুবলী রকেটের সফল উৎক্ষেপণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন,  ‘ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ, মার্কিন মহাকাশযান, ব্লুবার্ড ব্লক-২ কে নিয়ে সফল উৎক্ষেপণ LVM3-M6, ভারতের মহাকাশ যাত্রায় একটি গর্বিত মাইলফলক৷’
তিনি আরও লেখেন, ‘এই উৎক্ষেপণ ভারতের ভার-উত্তোলক উৎক্ষেপণ ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে৷ বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎক্ষেপণ বাজারে ভারতের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও শক্তিশালী করেছে।’
advertisement
এই প্রকল্পের বৃহত্তর তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, ‘এটি দেশের স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার প্রতিফলনও। এটি আত্মনির্ভর ভারতের দিকে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। আমাদের পরিশ্রমী মহাকাশ বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন৷’
এই ব্লু বার্ড ব্ল-২ আমেরিকার US innovator AST SpaceMobile-এর একটি নেক্সট জেনারেশন কমিউনিকেশন স্যাটেলাইট৷ এর মাধ্যমে কোনও বাড়তি সরঞ্জাম ছাড়াই মহাকাশ থেকে সোজা সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে৷
advertisement
চেন্নাই থেকে ১৩৫ কিলোমিটার পূর্ব উপকূলে অবস্থিত মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে নির্ধারিত সময়ের থেকে ৯০ সেকেন্ড দেরিতে রাজকীয় উড়ান নেয় ৪৩.৫ মিটার লম্বা এই রকেট৷
ইসরো জানিয়েছে, উড়ানের ১৫ মিনট পরে রকেটটি থেকে তার পিঠে করে নিয়ে যাওয়া BlueBird Block-2 riding বিচ্ছিন্ন হয়ে যাবে৷ তারপর ভূপৃষ্ঠ থেকে ৫২০ কিলোমিটার উপরে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হবে সেই স্যাটেলাইট৷
advertisement
এই স্যাটেলাইট প্রতিস্থাপনের বিষয়টি ISRO-র বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এবং আমেরিকার AST SpaceMobile (AST and Science, LLC)-র মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISRO 'Bahubali' Rocket: ৬০০০ কেজির স্যাটেলাইট...নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে ভারতের ‘বাহুবলী’ রকেট! সংঘর্ষ এড়াতে উড়ল ৯০ সেকেন্ড দেরিতে
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement