Mikhail Gorbachev passes away: ঠান্ডা যুদ্ধে ইতি টেনেছিলেন, ৯১ বছর বয়সে প্রয়াত শেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

Last Updated:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমের দেশগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটাতে সক্ষম হয়েছিলেন গর্বাচেভ৷

প্রয়াত মিখাইল গর্বাচেভ৷ Photo-Reuters
প্রয়াত মিখাইল গর্বাচেভ৷ Photo-Reuters
#মস্কো: ৯১ বছর বয়সে প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ৷ মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷
১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে ছিলেন গর্বাচেভ৷ দীর্ঘ কয়েক দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসানের কৃতিত্ব দেওয়া হয় অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধান গর্বাচেভকেই৷ দুই জার্মানিকে ফের মিলিয়ে দেওয়ার কৃতিত্বও দেওয়া হয় তাঁকে৷ কিন্তু শেষ পর্যন্ত অবিভক্ত সোভিয়েত ইউনিয়নকে ধরে রাখতে ব্যর্থ হন তিনি৷ শেষ সোভিয়েত প্রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী শক্তিগুলির সঙ্গে অস্ত্র নিরস্ত্রকরণ চুক্তি সই করেছিলেন গর্বাচেভ৷ যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় চার দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে৷
advertisement
ঠান্ডা যুদ্ধের অবসান, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করে আমেরিকা- সোভিয়েত সম্পর্কে উন্নতিতে অবদানের জন্য ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন গর্বাচেভ৷ কিন্তু তাঁর শাসনকালেই বিশ্বের অন্যতম প্রধান শক্তির জায়গা হারানোর জন্য আজও বহু রুশ গর্বাচেভকেই দায়ী করেন৷ যদিও আমেরিকা সহ পশ্চিমের দেশগুলিতে প্রশংসিত হয় গর্বাচেভের ভূমিকা৷
advertisement
advertisement
রাশিয়ার হাসপাতালের তরফে জানানো হয়েছে, দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় গর্বাচেভের৷ রুশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ আগামিকাল গর্বাচেভের পরিবারকে টেলিগ্রামে শোকবার্তা পাঠাবেন তিনি৷ যদিও এক সময়ে এই পুতিনের কড়া সমালোচক ছিলেন গর্বাচেভ৷ নিজে শান্তির পক্ষে উদ্যোগ নিলেও জীবনের শেষ লগ্নে ইউক্রেনের উপরে রাশিয়ার হামলার সাক্ষী থাকতে হল গর্বাচেভকে৷
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমের দেশগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটাতে সক্ষম হয়েছিলেন গর্বাচেভ৷
১৯৮৯ সালে কমিউনিস্ট পন্থী পূর্ব ইউরোপে সোভিয়েত শাসনের অন্তর্ভুক্ত দেশগুলিতে যখন গণতন্ত্রের প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময়ও ক্রেমলিনে নিজের পূর্বসূরীদের মতো শক্তি প্রয়োগের পথে হাঁটেননি গর্বাচেভ৷ কিন্তু এই প্রতিবাদ থেকে সোভিয়েত শাসিত অন্তত ১৫টি দেশে স্বশাসনের পক্ষে আন্দোলনের বীজ বপন হয়েছিল৷ পরের দু' বছরে শেষ পর্যন্ত ভেঙেই পড়ে সোভিয়েত ইউনিয়ন৷ সেই পতন রুখতে ব্যর্থ হন গর্বাচেভ৷ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতেই ১৯৯১ সালে পদত্যাগ করেন গর্বাচেভ৷
advertisement
রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস ঠান্ডা যুদ্ধের শান্তিপূর্ণ অবসানে গর্বাচেভের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন৷ তাঁর মতে, 'গর্বাচেভ এমন একজন রাষ্ট্রনেতা যিনি ইতিহাসের ধারা বদলে দিয়েছিলেন৷ ঠান্ডা যুদ্ধের শান্তিপূর্ণ অবসানে একজন ব্যক্তি হিসেবে যা করা সম্ভব, তার থেকে অনেক বেশি করেছিলেন তিনি৷' ঠান্ডা যুদ্ধের অবসানে গর্বাচেভ যে সাহস দেখিয়েছিলেন. তার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন৷
advertisement
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন গর্বাচেভের প্রশংসা করে বলেন, 'উনি শান্তির পক্ষে এমন একজন মানুষ ছিলেন যিনি রুশদের স্বাধীনতার পথ খুলে দিয়েছিলেন৷ ইউরোপে শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা আমাদের পারস্পরিক ইতিহাসকে বদলে দিয়েছে৷' ৯০ তম জন্মদিনে গর্বাচেভকে অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল৷ যদিও নিজের দেশ রাশিয়ায় বরাবরই গর্বাচেভকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল৷ কারণ পুতিন সহ বহু রুশ বিশ্বাস করেন, গর্বাচেভের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় দেশের অর্থনীতি ভেঙে পড়ে৷ যার জেরে দারিদ্রের মুখোমুখি হন রুশ জনতার একটা বড় অংশ৷ আন্তর্জাতিক মঞ্চেও রাশিয়ার প্রভাব কমে যায়৷
advertisement
সোভিয়েত পতনের পরই গর্বাচেভকে ছাপিয়ে উঠে আসেন বরিস ইয়েলতসিন৷ তিনি সোভিয়েত পরবর্তী রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ তখন থেকেই নিজেকে মূলস্রোতের রাজনীিত থেকে সরিয়ে নিয়েছিলেন গর্বাচেভ৷ শিক্ষা এবং সমাজসেবা মূলক কাজেই মনোনিবেশ করেন তিনি৷ ১৯৯৬ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছিলেন গর্বাচেভ৷ কিন্তু মাত্র ০.৫ শতাংশ ভোট পান প্রাক্তন সোভিয়েত প্রেসিডেন্ট৷
১৯৯৯ সালে নিজের স্ত্রীর মৃত্যুর পরই ভেঙে পড়েন গর্বাচেভ৷ মস্কোর সমাধিক্ষেত্রে নিজের স্ত্রীর পাশেই সমাহিত করা হবে তাঁকে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mikhail Gorbachev passes away: ঠান্ডা যুদ্ধে ইতি টেনেছিলেন, ৯১ বছর বয়সে প্রয়াত শেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement