`পুতিনকে থামাতে পারতাম একমাত্র আমি'! সোশ্যাল মিডিয়ায় ফিরেই বাইডেনকে আক্রমণ ট্রাম্পের

Last Updated:

Donald Trump says Joe Biden decision of sending tanks to Ukraine is dangerous. পুতিনকে থামাতে পারতাম একমাত্র আমি! সোশ্যাল মিডিয়ায় ফিরেই বাইডেনকে আক্রমণ ট্রাম্পের

পুতিনকে জিনিয়াস বললেন ট্রাম্প
পুতিনকে জিনিয়াস বললেন ট্রাম্প
#ওয়াশিংটন: ভ্লাদিমির পুতিন একজন জিনিয়াস। জো বাইডেন গাধা। সোশ্যাল মিডিয়ায় ফিরে এসে ডোনাল্ড ট্রাম্প আবার বোমা ফাটালেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন ট্যাঙ্ক পাঠানোর বিষয়টি তিনি সমর্থন করেন না। এর ফলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে।
তিনি প্রেসিডেন্ট থাকলে পুতিনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতেন। খবর আল-জাজিরার ইউক্রেনকে সর্বাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকানোর প্রচেষ্টাকে উন্মত্ত যুদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনকে সহায়তা প্রদানের সবশেষ সমালোচনায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আব্রামস এম১ ট্যাংক পাঠানো এমন এক উসকানি, যা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
advertisement
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাইটে ট্রাম্প লেখেন, ট্যাংক দিয়ে শুরু, এরপর পারমাণবিক বোমা। তিনি আরও লেখেন, এই উন্মত্ত যুদ্ধ শেষ হতে দাও এখনই। এটা করাটা খুবই সহজ। চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক চেয়ে বারবার আবেদন করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
advertisement
advertisement
তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের প্রচেষ্টায় এই মতপার্থক্য দূর করে অবশেষে ইউক্রেনের এ আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয় জার্মানি ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ১৪টি লেপার্ড ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ৩১টি আব্রামস ট্যাংক দেবে ইউক্রেনকে। ট্রাম্প জানিয়েছেন বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে বিনা কারণে শত্রুতা বাড়িয়েছেন। যে ইউক্রেনকে নিয়ে আদিখ্যেতা করছে ইউরোপ এবং আমেরিকা সেই ইউক্রেনের সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি থাকলে পুতিনকে বুঝিয়ে ঠিক যুদ্ধ থামিয়ে দিতেন নিশ্চিত ট্রাম্প।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
`পুতিনকে থামাতে পারতাম একমাত্র আমি'! সোশ্যাল মিডিয়ায় ফিরেই বাইডেনকে আক্রমণ ট্রাম্পের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement