Turkey earthquake: সমাধিস্থলে জায়গা নেই, জঙ্গল সাফ করে চলছে গণকবর! তুরস্ক-সিরিয়ায় হাহাকার, বাড়ছে মৃতের সংখ্যা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রবিবার তুরস্কের মারাসেরবিবার ৫ হাজার মৃতদেহ একসঙ্গে সমাধিস্থ করা হয়৷
গাজিয়ানটেপ: হাজার হাজার মানুষের মৃত্যু৷ সমাধিস্থলেও তাই স্থান সংকুলান হচ্ছে না৷ গণকবর দেওয়ার জন্য তাই শহরের বাইরে পাইন গাছের বন কেটে সাফ করা হচ্ছে। এমনই হৃদয়বিদারক ছবি এখন তুরস্কের গাজিয়ানটেপ শহরের।
ভয়াল ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ইতিমধ্যেই ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভূমিকম্পের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে৷ তাই জঙ্গল পরিষ্কার করে যন্ত্রের সাহায্যে কবর খোঁড়ার কাজ চলছে৷
আরও পড়ুন: ভারতের মহিলা সেনা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের বাসিন্দা, হাহাকারের মধ্যেও মন ছুঁল এই ছবি
advertisement
advertisement
রবিবার তুরস্কের মারাসেরবিবার ৫ হাজার মৃতদেহ একসঙ্গে সমাধিস্থ করা হয়৷ সমাধিস্থেলর কাছেই তাঁবু খাটিয়ে নিহতদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ মৃতদেহের সারির মধ্যে নিজেদের প্রিয়জনকে খুঁজে পেতেই সমস্যায় পড়ছেন মৃতের পরিবার এবং আত্মীয়রা৷ সমাহিত করার আগে রীতি মেনে প্রার্থনা এবং ধর্মীয় আচার পালনের জন্যও ব্যবস্থা করেছে প্রশাসন৷ অন্যদিকে কয়েক মিনিট অন্তর অন্তর নতুন নতুন মৃতদেহ নিয়ে সমাধিস্থলে পৌঁছচ্ছে শববাহী বহনকারী গাড়ি৷ তার সঙ্গে তাল মিলিয়ে চলছে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ৷ যাতে আরও বেশি সংখ্যক মৃতদেহকে জায়গা করে দেওয়া যায়৷
advertisement
তুরস্ক, সিরিয়ার এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে এই অঞ্চলের সবথেকে ভয়াবহতম বলে দাবি করা হচ্ছে৷ তার মধ্যে সর্বস্ব হারানো মানুষের সমস্যা বাড়িয়েছে প্রবল ঠান্ডা৷ খোলা আকাশের নীচে হাড় কাঁপানো ঠান্ডা আর পেটে খিদে নিয়েই দিন গুজরান করতে হচ্ছে গৃহহীন হাজার হাজার মানুষকে৷
advertisement
গত সোমবার ভোররাতে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের শহর গাজিয়ানটেপ প্রথম বার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷ এর ৯ ঘণ্টা পরে ফের দ্বিতীয়বার জোরাল কম্পন অনুভূত হয় ওই অঞ্চলে৷ দ্বিতীয়বার কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ দুই দেশেই এখনও জারি রয়েছে উদ্ধারকাজ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
February 13, 2023 10:43 AM IST