হাতায়: কোথাও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা প্রাণহীন মেয়ের হাত ধরে বসে আছেন বাবা৷ কোথাও আবার কংক্রিটের নীচে চাপা পড়ে থাকা অবস্থায় ভাইয়ের মাথা হাত দিয়ে আড়াল করে রেখেছে সাত বছরের দিদি৷ যে কোনও বিপর্যয়ের মতোই তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের ক্ষেত্রেও সামনে এসে হৃদয়বিদারক একের পর এক ছবি৷
এসবের মধ্যেই একটি ব্যতিক্রমী ছবি নেট ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে৷ এই ছবিতে দেখা যাচ্ছে, সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে পৌঁছন ভারতীয় সেনার এক মহিলা অফিসারকে কৃতজ্ঞতায় জড়িয়ে ধরেছেন তুরস্কের বাসিন্দা এক মহিলা৷ একজন সাংবাদিকের পাশাপাশি এই ছবি ট্যুইট করেছে ভারতীয় সেনাও৷
#OperationDost We Care.#IndianArmy#Türkiye pic.twitter.com/WoV3NhOYap
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 9, 2023
আরও পড়ুন: জমছে লাশের স্তূপ! তুরস্ক, সিরিয়া যেন মৃত্যুপুরী, মৃতের সংখ্যা ২১,০০০ পার
জানা গিয়েছে, এই ছবিটি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত শহর হাতায়ের৷ সাংবাদিক জাহাক তনভির প্রথম এই ছবিটি ট্যুইট করেন৷ ট্যুইটারে তিনি লেখেন, 'তুরস্কের বাসিন্দা এক মহিলা ভারতীয় সেনার মহিলা অফিসারকে কৃতজ্ঞতা বোধ থেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন৷ কারণ মানবিক কারণেই ভারত ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের মানুষের পাশে দাঁড়াতে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী এবং সেনাকর্মীদের পাঠিয়েছে৷'
আরও পড়ুন: ধ্বংসস্তুপের তলায় সন্তানের জন্ম দিলেন মহিলা, মায়ের পরিণতি হল করুণ
তুরস্কে ভয়াল ভূমিকম্পের পরই ইউরোপের দেশটির পাশে দাঁড়ানোর কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তুরস্ক জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানোর পাশাপাশি চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতীয় সেনার একটি দলও পৌঁছেছে৷ আহতদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করে আহতদের চিকিৎসা চলছে৷
এই ছবিটি সম্ভবত হাতায় শহরে ভারতীয় সেনার তৈরি করা অস্থায়ী হাসপাতালেরই৷ ভূমিকম্পে হাতায় এবং লাগোয়া ইসকেনদেরুন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ প্রায় কোনও বাড়ি আস্ত নেই৷ তবে শুধু তুরস্ক নয়, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াতেও ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake, Indian Army, Turkey, Turkey Earthquake