Turkey Earthquake viral photo: ভারতের মহিলা সেনা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের বাসিন্দা, হাহাকারের মধ্যেও মন ছুঁল এই ছবি

Last Updated:

এই ছবিটি সম্ভবত হাতায় শহরে ভারতীয় সেনার তৈরি করা অস্থায়ী হাসপাতালেরই৷

ভারতীয় সেনা অফিসারকে আদর তুরস্কের বাসিন্দা এক মহিলার। Photo-Twitter/Indian Army
ভারতীয় সেনা অফিসারকে আদর তুরস্কের বাসিন্দা এক মহিলার। Photo-Twitter/Indian Army
হাতায়: কোথাও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা প্রাণহীন মেয়ের হাত ধরে বসে আছেন বাবা৷ কোথাও আবার কংক্রিটের নীচে চাপা পড়ে থাকা অবস্থায় ভাইয়ের মাথা হাত দিয়ে আড়াল করে রেখেছে সাত বছরের দিদি৷ যে কোনও বিপর্যয়ের মতোই তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের ক্ষেত্রেও সামনে এসে হৃদয়বিদারক একের পর এক ছবি৷
এসবের মধ্যেই একটি ব্যতিক্রমী ছবি নেট ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে৷ এই ছবিতে দেখা যাচ্ছে, সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে পৌঁছন ভারতীয় সেনার এক মহিলা অফিসারকে কৃতজ্ঞতায় জড়িয়ে ধরেছেন তুরস্কের বাসিন্দা এক মহিলা৷ একজন সাংবাদিকের পাশাপাশি এই ছবি ট্যুইট করেছে ভারতীয় সেনাও৷
advertisement
advertisement
জানা গিয়েছে, এই ছবিটি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত শহর হাতায়ের৷ সাংবাদিক জাহাক তনভির প্রথম এই ছবিটি ট্যুইট করেন৷ ট্যুইটারে তিনি লেখেন, 'তুরস্কের বাসিন্দা এক মহিলা ভারতীয় সেনার মহিলা অফিসারকে কৃতজ্ঞতা বোধ থেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন৷ কারণ মানবিক কারণেই ভারত ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের মানুষের পাশে দাঁড়াতে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী এবং সেনাকর্মীদের পাঠিয়েছে৷'
advertisement
তুরস্কে ভয়াল ভূমিকম্পের পরই ইউরোপের দেশটির পাশে দাঁড়ানোর কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তুরস্ক জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানোর পাশাপাশি চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতীয় সেনার একটি দলও পৌঁছেছে৷ আহতদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করে আহতদের চিকিৎসা চলছে৷
advertisement
এই ছবিটি সম্ভবত হাতায় শহরে ভারতীয় সেনার তৈরি করা অস্থায়ী হাসপাতালেরই৷ ভূমিকম্পে হাতায় এবং লাগোয়া ইসকেনদেরুন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ প্রায় কোনও বাড়ি আস্ত নেই৷ তবে শুধু তুরস্ক নয়, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াতেও ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Earthquake viral photo: ভারতের মহিলা সেনা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের বাসিন্দা, হাহাকারের মধ্যেও মন ছুঁল এই ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement