নয়াদিল্লি: সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ায় ৭. ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং আফটার শকের কারণে এখনও পর্যন্ত দুই দেশেই ৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন।
২০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে দুই দেশেই হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসাবশেষে এখনও জীবিতদের সন্ধান করা হচ্ছে। সেখানে এখন মৃত্যুর শোক সর্বত্র। তবে সেই ধ্বংসাবশেষের মাঝেই জীবনের গান শোনা গেল।
উদ্ধারকারীদের দল একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচে এক অলৌকিক ঘটনার স্বাক্ষী হলেন। তাঁরা এক নবজাতকের সন্ধান পেয়েছেন। ধ্বংসস্তূপ থেকে সেই শিশুটিকে বের করে আনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- সারা বিশ্বে রোজ কতবার ভূমিকম্প হয়? এশিয়াতে প্রতিদিন কতবার মাটি কেঁপে ওঠে? জানুন
সেই ভিডিও শেয়ার করেছেন সিরিয়ার সাংবাদিক হোসাং হাসান। তিনি তাঁর টুইটে লিখেছেন, 'আজকের ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ থেকে একজন মহিলাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল, তখনই শিশুটির জন্ম হয়েছিল।'
হাসানের শেয়ার করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মাত্র ৫ সেকেন্ডের এই ভিডিও ৩৬ হাজারের বেশি মানুষ দেখেছেন। চার লাখ বারের বেশি রিটুইট করা হয়েছে।
#Afrin #Syria
— Hoshang Hassan (@HoshangHesen) February 6, 2023
A baby was born while his mother was being rescued from the rubble as a result of the earthquake that occurred today. pic.twitter.com/SOSuta5LAW
আরও পড়ুন- আকাশে বাতাসে শুধুই রক্ত-মাংসের গন্ধ,মৃতদেহের স্তূপে ছোট্ট মেয়ের ফুঁপিয়ে কান্না
সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ার আফরিনে এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির মাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake, Turkey Earthquake