হোম /খবর /বিদেশ /
জমছে লাশের স্তূপ! তুরস্ক, সিরিয়া যেন মৃত্যুপুরী, মৃতের সংখ্যা ২১,০০০ পার

Turkey Syria Earthquake: জমছে লাশের স্তূপ! তুরস্ক, সিরিয়া যেন মৃত্যুপুরী, মৃতের সংখ্যা ২১,০০০ পার

তুরস্ক, সিরিয়া যেন মৃত্যুপুরী। ছবি-রয়টার্স

তুরস্ক, সিরিয়া যেন মৃত্যুপুরী। ছবি-রয়টার্স

Turkey Syria Earthquake: প্রবল ঠান্ডা থাকায় উদ্ধারকার্যে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন উদ্ধারকারী দলকে।

  • Share this:

ওসমানিয়া: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া এবং তুরস্ক। দুর্যোগের ৫ দিন পরে এখনও উদ্ধার হয়ে চলেছে একের পর এক দেহ। প্রবল ঠান্ডা থাকায় উদ্ধারকার্যে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন উদ্ধারকারী দলকে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এখনও প্রচুর মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজও রয়েছেন অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় রাষ্ট্রসংঘের প্রথম চিকিৎসা দল পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বৃহস্পতিবার বলেছেন যে তিনি সিরিয়া যাচ্ছেন। WHO ভূমিকম্প কবলিত এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের কাজে নিয়োজিত রয়েছে।

 

ভূমিকম্পের পরে এখন নতুন সমস্যা তৈরি হয়েছে। প্রচুর মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। আশ্রয়স্থলগুলোতেও আর জায়গা নেই। ফলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে বহু মানুষকে। হাজার হাজার মানুষ প্রবল ঠান্ডায় কোনও আশ্রয় ছাড়াই খোলা জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। এমনকি তাঁরা পানীয় জলও পাচ্ছেন না।

ভূমিকম্পের পরে বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে তারা ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য তুরস্ককে ১.৭৮ বিলিয়ন সহায়তা দেবে। দুটি প্রকল্প থেকে অবিলম্বে ৭৮০ মিলিয়ন সহায়তা দেবে। ত্রাণ ও পুনর্গঠনের জন্য আলাদাভাবে ১ বিলিয়ন সহায়তা দেওয়া হবে।ভূমিকম্পের জেরে তুরস্কের অর্থনীতি প্রবল ধাক্কা খেয়েছে। বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ত্রাণ, আর্থিক সাহায্য, ওষুধ এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আরও পড়ুন, একটা পরিবার পুরো শেষ! দু'হাতে কংক্রিটের স্তূপ হাঁতড়ে ৩০ জন আত্মীয়ের খোঁজ যুবকের

আরও পড়ুন, ভূমিকম্পে 'মৃত্যুপুরী' তুরস্ক, বাংলা কি আদৌ সুরক্ষিত! জানুন কোথায় কোথায় বিপদ

ভারতের তরফ থেকেও এনডিআরএফ-এর বিশেষ দল পাঠানো হয়েছে। সেই দলের সঙ্গে অত্যাধুনিক সরঞ্জাম এবং উপযুক্ত ত্রাণ, ওষুধপত্র দেওয়া হয়েছে। সোমবার ভোর ৪টে ১৭ মিনিটে ৭.৮ মাত্রার ভুমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া এবং তুরস্ক। তারপরেই ভারতের তরফে সাহায্যের ঘোষণা করা হয়।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Turkey Syria Earthquake