জলের অভাবে মাঝ পথ থেকে ফিরল বিমান, দুর্ভোগে যাত্রীরা
Last Updated:
# স্কটল্যান্ড:মাঝ পথে ফিরে এল বিমান। স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর থেকে সোমবার সকাল ৮ টা ৫৫ মিনিটে টেনেরিফের উদ্দেশে উড়ে যাচ্ছিল এলএস১৫৫ বিমানটি। কিন্তু ঘণ্টা খানেক আকাশে ওড়ার
পরই গণ্ডগোলের শুরু। যাত্রীদের চা কফি দিতে গিয়ে বিমান কর্মীরা
দেখলেন বিমানে জল নেই। এর পর জল চা চাইলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়বেন সকলেই। এমনকি বাথরুমেও নেই জল। সেই সময় বিমানটি আয়ারল্যান্ডের আকাশ দিয়ে উড়ছিল।
advertisement
সঙ্গে সঙ্গে নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালকরা। তার পরই বিমানের অভিমুখ পরিবর্তন করে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
advertisement
সংশ্লিষ্ট এয়ারলাইন্স সংস্থা মুখপাত্র জানিয়েছেন, জলের সমস্যার জন্যই বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে। তাঁরা যাত্রীদের খেয়াল রাখেন বলেই এমন সিধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁরা অন্য বিমানে করে সঙ্গে সঙ্গে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানোর বন্দোবস্তও করেন। তাঁদের এই প্রচেষ্টা যাত্রীদের ভালর জন্যই, সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে বিমান কর্তাদের এমন সিধান্তে বিরক্তই হয়েছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিরক্তি উগরে দিতেও দেরি হইনি।
advertisement
আরও ভিডিও দেখুন--->
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2019 9:15 PM IST