War In Ukraine: হাউহাউ করে কাঁদছেন বাবা, ছোট্ট শিশুর চোখেও জল, দেখুন ইউক্রেনের মন ভাঙা ভিডিও
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
War In Ukraine: শুক্রবার সকালেই ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে, যুদ্ধে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।
#নয়াদিল্লি: বার বার যুদ্ধ এ ভাবেই পরিবারের বিচ্ছেদ ঘটিয়েছে, বার বার যুদ্ধ এ ভাবেই কাছের মানুষকে ঠেলে দিয়েছে দূরে। ইতিহাসের এই চিত্র পরিচিত। ইউক্রেনেও তেমনই এক চিত্র ধরা পড়ল বৃহস্পতিবার। রাশিয়ার বাহিনী তখন ইউক্রেনের ভিতরে ঢুকে পড়েছে। ক্ষেপণাস্ত্র, বোমা হামলায় কেঁপে উঠছে চারিদিক। আর তার মধ্যেই উঠে আসছে একের পর এক বিচ্ছেদের ছবি। শহর খালি করতে শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যাচ্ছেন সন্তানের মায়েরাও। তবে থেকে যাচ্ছেন পুরুষরা।
কিভ স্টেশনে এক যুগলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মহিলা সঙ্গীকে বিদায় জানাচ্ছেন পুরুষ সঙ্গীটি। আর ভাইরাল হয়েছে এই ভিডিওটি। যে খানে দেখা যাচ্ছে, নিজের দুই কন্যা সন্তানকে বিদায় জানাচ্ছেন বাবা। একটি সন্তান কম বয়সের, অন্যটি কিছুটা বড়। কনিষ্ঠতম সন্তানটির হাত ধরে বাবা শেষ কয়েকমুহূর্ত কাটাচ্ছেন, আর বলছেন সাবধানে থাকতে। তার পর আর আবেগ ধরে রাখতে পারছেন না, কেঁদে ফেলছেন। মুহূর্তে দুই সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছেন তিনি। এ যেন যুগ-যুগান্তরে যুদ্ধের ইতিহাসের এক চেনা ছবি, চেনা যন্ত্রণা।
advertisement
advertisement
শুক্রবার সকালেই ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে, যুদ্ধে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে যেমন সেনাবাহিনী রয়েছে, তেমনই রয়েছেন সাধারণ মানুষ। সাধারণের প্রাণহানী আটকাতে তাই এলাকার পর এলাকা খালি করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকেই সেই যাত্রা শুরু হয়েছে। একে একে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি দিচ্ছেন সাধারণ মানুষ। আর সেখান থেকেই উঠে আসছে বিচ্ছেদের ছবি।
advertisement
ইউক্রেনে রাশিয়ার এই সেনা অভিযানের বিরুদ্ধে সুর চড়িয়েছে গোটা বিশ্ব। কিন্ত তাতেও, রক্তপাত থামছে না। বৃহস্পতিবার বেলা বাড়তেই রাশিয়ার অন্দরে শুরু হয়েছে বিক্ষোভ। শুধু মস্কো নয় ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গেও জমায়েত হয়েছিলেন প্রতিবাদীরা। অনেকের চোখেই ছিল জল। বিপুল পুলিশি নিরাপত্তার চাদরে ঢাকা ওই অঞ্চলে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। সেখামে স্লোগান ওঠে যুদ্ধ চাই না। ইউক্রেন আমাদের শত্রু নয়।
advertisement
Video of Ukrainian father saying goodbye to his kids while he stays behind to fight. Fuck war. pic.twitter.com/rvIzotI8pE
— Peter Yang (@petergyang) February 24, 2022
সব মিলিয়ে রাশিয়ার মোট ৫৪টি শহরে ছড়িয়ে পড়ে এই যুদ্ধ বিরোধিতার প্রতিবাদের আগুন। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ৫৪ শহরের প্রতিবাদীদের মধ্য়ে মোট ১৭৫৪ জনকে গ্রেফতার করেছে রুশ পুলিশ। রুশ প্রতিবাদীদের মনে হয়েছে, ১৯৭৯সালে আফগানিস্তানে রাশিয়ার সেনা অভিযানের পরে এমন রণংদেহী ভাব নিয়ে সেনা অভিযান আর কোথাও করেনি রাশিয়া। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, নাৎসিকরণ ও অস্ত্রের ঝঙ্কার কমাতেই এই সেনা অভিযান, তবু সে কথা মানতে নারাজ রাশিয়ার সাধারণ মানুষ। উইক্রেন দখল করার পথে আসলে এই অজুহাত খাড়া করতে চাইছে রাশিয়া, এমনই মনে করছেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 12:38 PM IST