Russia-Ukraine War: রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে এখনও পর্যন্ত সেনা-সাধারণ নাগরিক মিলিয়ে ১৩৭ জনের মৃত্যু, জানালেন জেলেনস্কি

Last Updated:

137 civilians and military personnel have been killed so far in Ukraine: রাশিয়ার সেনা ক্রমেই ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে ৷ সেনা প্রত্যাহারের এখনও কোনও ইচ্ছাই নেই পুতিনের ৷

ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আটকে থাকা পড়ুয়া
ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আটকে থাকা পড়ুয়া
কিভ: বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিট ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করলেন পূর্ব ইউরোপের ডনবাসে ‘সামরিক অভিযান’ চালাবে রাশিয়ার সেনাবাহিনী ৷ ইউক্রেনের সেনাবাহিনীকে পুতিন বার্তা দেন, অস্ত্র ফেলে দিয়ে যে যার বাড়ি চলে যেতে ৷ জানান, দু’দেশের বাহিনীর সংঘর্ষ শুধু সময়ের অপেক্ষা (Russia-Ukraine War) ৷ পাশাপাশি বাইরের কোনও শক্তি রুশ বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তার ফল ভাল হবে না বলে কার্যত হুশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন ৷ এরপরেই শুরু হয় গোলাবর্ষণ ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের সম্মুখীন ইউক্রেন এবং ইউরোপ ৷ এখনও পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনিয়ান সেনা এবং সাধারণ মানুষ মিলিয়ে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (137 civilians and military personnel have been killed so far in Ukraine) ৷
রাশিয়ার সেনা ক্রমেই ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে ৷ সেনা প্রত্যাহারের এখনও কোনও ইচ্ছাই নেই পুতিনের ৷ রাষ্ট্রপুঞ্জের রেফিউজি এজেন্সি জানিয়েছে, প্রায় ১ লক্ষ ইউক্রেনের বাসিন্দা এখন ঘরছাড়া ৷ তবে এত কিছুর মধ্যেও তারা লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ রাশিয়ার বিশাল সেনবাহিনীর তুলনায় তারা অনেক কম শক্তিশালী হলেও নিজেদের দেশকে বাঁচাতে মৃত্যু পর্যন্ত লড়াই তারা চালিয়ে যাবে বলেই জানিয়েছে ইউক্রেনের সরকার ৷
advertisement
advertisement
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে প্রতিনিয়ত ক্ষেপনাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। রাজধানী কিভের বাতাসে এখন বারুদের গন্ধ। ধোঁয়ায় ঢেকেছে আকাশ।ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যু্দ্ধের প্রথম দিনে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা তাদের সব ‘টার্গেট’ ছুঁয়ে ফেলেছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia-Ukraine War: রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে এখনও পর্যন্ত সেনা-সাধারণ নাগরিক মিলিয়ে ১৩৭ জনের মৃত্যু, জানালেন জেলেনস্কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement