corona virus btn
corona virus btn
Loading

'তোর বাপ এখনও বেঁচে আছে', সবাই মুখ ফেরালে করোনা রোগীকে কোলে তুলে নি়লেন বাবা

'তোর বাপ এখনও বেঁচে আছে', সবাই মুখ ফেরালে করোনা রোগীকে কোলে তুলে নি়লেন বাবা
চোখে জল এনে দিচ্ছে এই দৃশ্যই।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আর থাকতে না পেরে ছেলেকে নিজেই কোলে তুলে নেন বাবা। অভয় দিয়ে বলেন, "তোর বাপ এখনও মরে যায়নি।"

  • Share this:

#ঢাকা: বেশ কয়েকদিন ধরেই জ্বর। বুধবার অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষা হতেই দেখা দেখা যায়, শরীরে থাবা বসিয়েছে মারণ করোনা। সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছেলেটিকে কুয়েত মৈত্রী (ঢাকায়) হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেই মতোই তৈরি হয়ে যান ছেলেটির বাবা। কিন্তু এই কিশোরকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলারও লোক পাওয়া যায়নি।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আর থাকতে না পেরে ছেলেকে নিজেই কোলে তুলে নেন বাবা। অভয় দিয়ে বলেন, "তোর বাপ এখনও মরে যায়নি।" সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে সেই মানবিক ছবিই। আবিশ্ব মানুষের চোখে জল ছবিটি দেখে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট মৃতের সং ৯৩। আক্রান্ত অন্তত ২৪৫৬ জন। এই অবস্থায় অনেকেই অভিযোগ তুলছেন সমন্বয়হীতার।

First published: April 19, 2020, 9:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर