লন্ডনে অভিবাসী-বিরোধী মিছিল ঘিরে উত্তেজনা! পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ২৫
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
London Far Right Protest: ডানপন্থী মিছিল ঘিরে উত্তেজনা ব্রিটেনে। টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে মিছিল অনুষ্ঠিত হয়, সেই মিছিলে পুলিশ বাধা দিলে, সাধারণ মানুষ হিংসাত্মক হয়ে ওঠেন। এর ফলে ২৬ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন এবং সংঘর্ষের জেরে ২৫ জনকে গ্রেফতার করা হয়।
লন্ডন: ডানপন্থী মিছিল ঘিরে উত্তেজনা ব্রিটেনে। টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে মিছিল অনুষ্ঠিত হয়, সেই মিছিলে পুলিশ বাধা দিলে, সাধারণ মানুষ হিংসাত্মক হয়ে ওঠেন। এর ফলে ২৬ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন এবং সংঘর্ষের জেরে ২৫ জনকে গ্রেফতার করা হয়।
অফিসারদের ঘুষি মারা হয়, লাথি মারা হয় এবং বোতল দিয়ে আঘাত করা হয়। যার ফলে পুলিশ অশান্তি থামাতে ঢাল এবং হেলমেট ব্যবহার করতে বাধ্য হন। এই ঘটনায় আহত পুলিশ আধিকারিকদের মধ্যে চারজন অফিসার গুরুতর আহত হন।
advertisement
advertisement
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট এই ঘটনার নিন্দা করেছেন, বলেছেন যে অনেক প্রতিবাদকারী অহিংস প্রতিবাদ করেছেন, “অনেকেই হিংসার উদ্দেশে এসেছিলেন… পুলিশকে মারধরও করেন।” পুলিশের অনুমান এই সমাবেশে ১,১০,০০০–১,৫০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন, যা সাম্প্রতিক স্মৃতিতে ব্রিটেনে সবচেয়ে বড় ডানপন্থী সমাবেশগুলির মধ্যে একটি।
advertisement
আয়োজকরা এটিকে “Unite the Kingdom” মিছিল বলে অভিহিত করেছেন, এই মিছিলে স্পষ্টভাবেই অভিবাসীদের বিরোধিতা করা হয়, ডানপন্থী আদর্শকে খোলামেলা সমর্থন করা হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 5:49 PM IST


