যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু নিয়ে খুনের অভিযোগ ছাত্রীর বাবার! দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
মেয়ের শ্রাদ্ধের দিনে দোষীদের শাস্তির দাবিতে বিচারের আশায় সোচ্চার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকার বাবা। মেয়ের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “ওকে যেখানে পাওয়া গেছে সেখানে কেউ ডেকে নিয়ে গেছে সেখানে ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ আছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানতো। ভাল ছাত্রী ছিল সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল। ওর শত্রুতা ছিল। ওকে হয়তো কেউ প্রপোজ করেছিল ও সাড়া দেয়নি”। সেই সঙ্গে অনামিকার বাবা আরও বলেন, “ওর ব্যাগ একজন প্রফেসর আমাকে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করলে বলে বন্ধুরা দিয়েছিল সেই বন্ধুরা কারা? যে বন্ধুর কাছে ব্যাগ রেখে গেছে ওর যে ফোন রয়েছে তা ভাল করে চেক করা উচিত। এই সব প্রসঙ্গে অভিযোগ করলেন অনামিকার বাবা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তো মাদকের কথা রয়েছে। আপনার মেয়ে কি নেশা করতো?এই প্রসঙ্গে ছাত্রীর বাবা বলেন, ২২ বছর বয়সেও আমরা কোনও দিন তাকে নেশা করতে দেখিনি। যদি ময়নাতদন্তে আমার মেয়ের শরীরে মাদক পাওয়া যায় তাহলে ওকে কেউ মাদক খাইয়ে পুকুরে ঠেলে ফেলে দিয়েছে”।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু নিয়ে খুনের অভিযোগ ছাত্রীর বাবার! দেখুন ভিডিও
advertisement
advertisement