মোমো খাইয়ে স্ত্রীকে অচেতন করল স্বামী, তারপর তিনজন মিলে জোর করে চলল গণসঙ্গম! শেষে ফেলে পালাল রাস্তায়

Last Updated:

মধ্যপ্রদেশের ভোপালে ভয়ঙ্কর ঘটনা, বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে স্ত্রীকে মাদক মেশানো মোমো খাইয়ে অচেতম করে তিনজন মিলে ধর্ষণ করেন বলে জানা গিয়েছে।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে ভয়ঙ্কর ঘটনা, বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে স্ত্রীকে মাদক মেশানো মোমো খাইয়ে অচেতম করে তিনজন মিলে ধর্ষণ করেন বলে জানা গিয়েছে। তারপরে অভিযুক্তরা সেই মহিলাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার সাগর-কানপুর জাতীয় সড়কে। স্থানীয়রা পরে সেই মহিলাকে রেল ওভারব্রিজের কাছে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তারপর নির্যাতিতাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাঁর জ্ঞান ফিরলে তিনি জানান তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেছে।
advertisement
advertisement
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তার স্বামী তাকে বাজারে নিয়ে যায়, তারপরে মোমো খাওয়ায়, মোমো খাওয়ার পরেই নির্যাতিতা অজ্ঞান হয়ে যান। সেই সময়ই তিনজন মিলে ওই মহিলাকে ধর্ষণ করে এবং রাস্তায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনা ফাঁস করলে নির্যাতিতাকে প্রাণে মারার হুমকিও দেন তাঁরা।
advertisement
প্রসঙ্গত, প্রায় ১১ বছর আগে অভিযুক্ত স্বামীকে বিয়ে করেন নির্যাতিতা। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোমো খাইয়ে স্ত্রীকে অচেতন করল স্বামী, তারপর তিনজন মিলে জোর করে চলল গণসঙ্গম! শেষে ফেলে পালাল রাস্তায়
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement