Earthquake in Afghanistan: আবারও ভূমিকম্প! এবারেও কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের, মাত্রা ৫.৬
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের তীব্রতা ৬.৪ বলে জানানো হয়েছিল, যা পরে ৫.৬ মাত্রায় সংশোধন করা হয়। আফগানিস্তানে ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআর সহ আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে।
আফগানিস্তান: মায়ানমার, থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের পরে আবারও এল ভূমিকম্পের খবর৷ এবার কম্পন অনুভব হল দিল্লি-এনসিআর সহ সংলগ্ন এলাকায়৷ আতঙ্কিত মানুষ৷ আজ, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের তীব্রতা ৬.৪ বলে জানানো হয়েছিল, যা পরে ৫.৬ মাত্রায় সংশোধন করা হয়। আফগানিস্তানে ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআর সহ আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার) এর অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে দিল্লি-এনসিআর, নয়ডা, গাজিয়াবাদ এবং আশেপাশের এলাকায়ও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 16, 2025 9:26 AM IST