হোম /খবর /বিদেশ /
সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে উৎসবমুখর অ্যারিজোনা!

সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে ফের উৎসবমুখর অ্যারিজোনা!

ফিনিক্স অ্যারিজোনার প্রবাসী পুজো

ফিনিক্স অ্যারিজোনার প্রবাসী পুজো

Durga Puja 2022: সুদূর আমেরিকার দক্ষিণ-পশ্চিমের শহর ফিনিক্স অ্যারিজোনাতেও আসছেন মা দূর্গা। তাই প্রতিবারের মতোই পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই অঞ্চলে দুটো বড় পুজো হয়। যার মধ্যে সবথেকে প্রাচীন, 'বেঙ্গলি কালচালার অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#অ্যারিজোনা: ঢাকে কাঠি পড়তে আর মাত্র দু-সপ্তাহ বাকি। সময় খুব কম। ব্যস্ততা অনেক। সুদূর আমেরিকার দক্ষিণ-পশ্চিমের শহর ফিনিক্স অ্যারিজোনাতেও আসছেন মা দূর্গা। তাই প্রতিবারের মতোই পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই অঞ্চলে দুটো বড় পুজো হয়। যার মধ্যে সবথেকে প্রাচীন, 'বেঙ্গলি কালচালার অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো। টানা ৩৫ বছরের বেশি সময় ধরে দুর্গা পুজোর আয়োজন করে চলেছে বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা। অভিজ্ঞতার ঝুলি ভরছে, বাড়ছে জনপ্রিয়তা, সেইসঙ্গে এই পুজো ঘিরে প্রতিবারই নতুন রূপে উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা ও আশেপাশের এলাকার মানুষ।

সাধারণত সপ্তাহশেষেই হয় প্রবাসী পুজোগুলি। এখানেও এবারে ৩০ সেপ্টেম্বর শুক্রবারের সন্ধ্যে থেকে শুরু করে রবিবার ২ অক্টোবর সন্ধে পর্যন্ত চলবে তিনদিনের দুর্গোৎসব। শুক্রবার বোধন দিয়ে শুরু। সেদিন অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আনন্দ-মেলা। যেখানে একইসঙ্গে স্বাদ ও সাধের মেলবন্ধনে নজর টানবে নানা দেশি বিদেশি খাবার স্টল ও অন্যান্য বিক্রয়কেন্দ্র। আর থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান।

আরও পড়ুন: পুজোর আর ১০০ দিন...কলকাতার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে কোথায় কী হচ্ছে?

আরও পড়ুন: রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেব না!' পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের পরস্পরের...

শনিবার সারাদিন ধরেই চলবে পুজো, প্রসাদ বিতরণ, দুপুরের ভোগ খাওয়া, অতিথি শিল্পীদের গানের অনুষ্ঠান থেকে রাতের খাবার। রবিবার পুজোর শেষদিনও ভরে থাকবে মায়ের আরতি, দুপুরের খাওয়া, ধুনুচি নাচ, সিঁদুর খেলা ইত্যাদি চির চেনা পরিচিত মুহূর্তের আবেশে। আর দিন শেষে সেই চিরাচরিত বিসর্জনের বিষণ্ণতা যার শেষে গোটা বাংলার বাঙালির মতো অ্যারিজোনার প্রবাসীরাও বলে উঠবেন, 'আসছে বছর আবার হবে'।

বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো

করোনা অতিমারীর প্রকোপে ২০২০-তে পুজো হয়েছিল ভার্চুয়াল। ২০২১-এ নিয়ম ছিল সশরীরে পুজোয় অংশ নিতে গেলে হলে ঢোকার আগে দর্শনার্থীকে ভ্যাকসিন নেবার শংসাপত্র দেখাতে হবে। ভেতরে মাস্ক পরতে হবে। হলের ভেতরে এক সঙ্গে বেশী মানুষ থাকা চলবে না, ইত্যাদি। এবছর সরস্বতী পুজোতেও মাস্ক পরার স্বাস্থ্যবিধি ছিল। তবে এবারের দুর্গা পুজো কোভিডের পর প্রথমবার হতে চলেছে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই।

উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা

স্থানীয় শিল্পী ছাড়াও এবার অ্যারিজোনার দুর্গাপুজোয় গান শোনাতে কলকাতা থেকে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। কোভিড পরবর্তী এই প্রথম পুজো। তাই এবারের পুজো ঘিরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সবই যেন একটু বেশি! সবমিলিয়ে অ্যারিজোনার বাঙালির দেশের বাইরে থেকেও একেবারে দেশীয় মেজাজে কাটতে চলেছে পুজোর ক'টা দিন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Durga Puja 2022, Durga puja international 2022