সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে ফের উৎসবমুখর অ্যারিজোনা!

Last Updated:

Durga Puja 2022: সুদূর আমেরিকার দক্ষিণ-পশ্চিমের শহর ফিনিক্স অ্যারিজোনাতেও আসছেন মা দূর্গা। তাই প্রতিবারের মতোই পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই অঞ্চলে দুটো বড় পুজো হয়। যার মধ্যে সবথেকে প্রাচীন, 'বেঙ্গলি কালচালার অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো।

ফিনিক্স অ্যারিজোনার প্রবাসী পুজো
ফিনিক্স অ্যারিজোনার প্রবাসী পুজো
#অ্যারিজোনা: ঢাকে কাঠি পড়তে আর মাত্র দু-সপ্তাহ বাকি। সময় খুব কম। ব্যস্ততা অনেক। সুদূর আমেরিকার দক্ষিণ-পশ্চিমের শহর ফিনিক্স অ্যারিজোনাতেও আসছেন মা দূর্গা। তাই প্রতিবারের মতোই পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই অঞ্চলে দুটো বড় পুজো হয়। যার মধ্যে সবথেকে প্রাচীন, 'বেঙ্গলি কালচালার অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো। টানা ৩৫ বছরের বেশি সময় ধরে দুর্গা পুজোর আয়োজন করে চলেছে বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা। অভিজ্ঞতার ঝুলি ভরছে, বাড়ছে জনপ্রিয়তা, সেইসঙ্গে এই পুজো ঘিরে প্রতিবারই নতুন রূপে উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা ও আশেপাশের এলাকার মানুষ।
সাধারণত সপ্তাহশেষেই হয় প্রবাসী পুজোগুলি। এখানেও এবারে ৩০ সেপ্টেম্বর শুক্রবারের সন্ধ্যে থেকে শুরু করে রবিবার ২ অক্টোবর সন্ধে পর্যন্ত চলবে তিনদিনের দুর্গোৎসব। শুক্রবার বোধন দিয়ে শুরু। সেদিন অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আনন্দ-মেলা। যেখানে একইসঙ্গে স্বাদ ও সাধের মেলবন্ধনে নজর টানবে নানা দেশি বিদেশি খাবার স্টল ও অন্যান্য বিক্রয়কেন্দ্র। আর থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান।
advertisement
advertisement
শনিবার সারাদিন ধরেই চলবে পুজো, প্রসাদ বিতরণ, দুপুরের ভোগ খাওয়া, অতিথি শিল্পীদের গানের অনুষ্ঠান থেকে রাতের খাবার। রবিবার পুজোর শেষদিনও ভরে থাকবে মায়ের আরতি, দুপুরের খাওয়া, ধুনুচি নাচ, সিঁদুর খেলা ইত্যাদি চির চেনা পরিচিত মুহূর্তের আবেশে। আর দিন শেষে সেই চিরাচরিত বিসর্জনের বিষণ্ণতা যার শেষে গোটা বাংলার বাঙালির মতো অ্যারিজোনার প্রবাসীরাও বলে উঠবেন, 'আসছে বছর আবার হবে'।
advertisement
বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো বেঙ্গলি কালচালার এ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনা'র (বিসিএএ) পুজো
করোনা অতিমারীর প্রকোপে ২০২০-তে পুজো হয়েছিল ভার্চুয়াল। ২০২১-এ নিয়ম ছিল সশরীরে পুজোয় অংশ নিতে গেলে হলে ঢোকার আগে দর্শনার্থীকে ভ্যাকসিন নেবার শংসাপত্র দেখাতে হবে। ভেতরে মাস্ক পরতে হবে। হলের ভেতরে এক সঙ্গে বেশী মানুষ থাকা চলবে না, ইত্যাদি। এবছর সরস্বতী পুজোতেও মাস্ক পরার স্বাস্থ্যবিধি ছিল। তবে এবারের দুর্গা পুজো কোভিডের পর প্রথমবার হতে চলেছে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই।
advertisement
উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা উৎসবে মেতে উঠছে অ্যারিজোনা
স্থানীয় শিল্পী ছাড়াও এবার অ্যারিজোনার দুর্গাপুজোয় গান শোনাতে কলকাতা থেকে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। কোভিড পরবর্তী এই প্রথম পুজো। তাই এবারের পুজো ঘিরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সবই যেন একটু বেশি! সবমিলিয়ে অ্যারিজোনার বাঙালির দেশের বাইরে থেকেও একেবারে দেশীয় মেজাজে কাটতে চলেছে পুজোর ক'টা দিন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে ফের উৎসবমুখর অ্যারিজোনা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement