Durga Puja 2021: রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেব না!' পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের পরস্পরের...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Durga Puja 2021: এবারও নজরে তৃণমূলের এই নেতা-মন্ত্রীরাই। নেতাদের মুখেই শোনা যাক কী বলছেন তাঁরা।
২০২১ এর লড়াই লড়েছিলেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। কারও বিরুদ্ধে, বিরোধী দলের নেতারা তোপ দাগলেই রে রে করে ঝাঁপিয়ে পড়তেন বাকিরাও। ভোট পুজো শেষ। শেষ বাংলার নির্বাচন। ভোট পুজো মিটতেই শুরু দূর্গা পুজোর লড়াই। আর সেখানেই লড়াই শুরু দলের সতীর্থদের। আর এখানেই পুজোর মজা বা পুজোকে ঘিরে শিল্পের মজা।এই পুজোর লড়াইয়ে যারা আছেন তারা হলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিষ কর্মকার ও সুজিত বোসরা। উত্তর ও দক্ষিণের এই পুজো কর্তাদের লড়াই এবার চোখে পড়ার মতো। একই রাজনৈতিক দলের সমর্থক ও সক্রিয় সদস্য হয়েও আজ পুজোর-ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না কেউ কাউকে।
advertisement
পুজোর লড়াইয়ের প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায় ও একডালিয়া। ৭৯ বছরের এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। এই পুজো কখনও মেয়রের পুজো, কখনও মন্ত্রীর পুজো, কখনও বা শুধুই নেতার পুজো নামেই পরিচিত হয়ে গেছে। তিনি অবশ্য বলছেন, "এই পুজো কারও নামে নয়। এই পুজোয় একডালিয়ার টানেই মানুষ আসেন ছুটে৷" একডালিয়া পুজোর বিশেষত্ব হল এই পুজোয় কোনও থিম নেই। জাঁকজমকের এই পুজোয় মন্ডপ অবশ্য দর্শনীয় থাকে। বাড়তি পাওনা একটাই একডালিয়ার আলোকসজ্জা। রাজকীয় ঝাড়বাতিতে উজ্জ্বল একডালিয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার আসা যাক দক্ষিণের আর এক মন্ত্রীর পুজোয়। নাকতলা উদয়ন সঙ্ঘ আর পার্থ চট্টোপাধ্যায় এই দুটি নাম জড়িয়ে আছে। সাম্প্রতিক ঘটনা তুলে ধরা হয়েছে এই মন্ডপে। এবার অবশ্য মাতৃ বিয়োগের কারণে তিনি সেভাবে পুজোর সাথে যুক্ত নন। তবে নাকতলার পুজো বলতেই তার কথা মনে পড়ে। তিনি অবশ্য বলছেন, "মানুষ ভালোবেসেই এখানে আসা যাওয়া করেন। আমরা মানুষের জীবন দর্শন দেখাই পুজোর আবহে।"
advertisement
advertisement
advertisement