Donald Trump: ডোনাল্ড ট্রাম্পকেও মারতে চেয়েছিল? মিনেপলিসের শ্যুটার ঘিরে অজস্র রহস্য..ভারতের নামও ম্যাগাজিনে লেখা

Last Updated:

ইউটিউবে এই ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘রবি ডব্লিউ’৷ এই চ্যানেল বন্ধ করার ঠিক আগে সেখানে কমপক্ষে ২টি আপত্তিকর ভিডিও ছিল বলে জানা গিয়েছে৷

News18
News18
ওয়াশিংটন: আমেরিকার মিনেপলিসের চার্চে গুলি চালনার ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে৷ ঘটনার শ্যুটার তেইশ বছরের রবিনওয়েস্টম্যানের কাছে যে আগ্নেয়াস্ত্রে লেখা রয়েছে, তাতে লেখা রয়েছে ‘কিল ডোনাল্ড ট্রাম্প’, ‘নিউক ইন্ডিয়া’র মতো শব্দবন্ধ৷ শ্যুটারের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সেই ছবি৷ বৃহস্পতিবারের গুলি চালনার ঘটনারপরেই পার্কিং লটে উদ্ধার হয়েছে ওয়েস্টম্যানের গুলিবিদ্ধ দেহ৷ সে আত্মঘাতী হয়েছে বলেই মনে করছে স্থানীয় পুলিশ৷
স্কুলের চার্চে গুলি চালনার ঘটনায় ওয়েস্টম্যান একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্টল ব্যবহার করেছিল বলে জানা গিয়েছে৷ এই তিন অস্ত্রই সে নিজে অস্ত্রের দোকান থেকে কিনেছিল বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
২০২০ সালের আগে ছেলে হিসাবে পরিচিত ছিল ওয়েস্টম্যান৷ নাম ছিল রবার্ট৷ ২০২০ সালের পরে লিঙ্গ পরিবর্তন করে সে মহিলা হিসাবে পরিচিতি গড়ে তোলে৷ নাম হয় রবিন ওয়েস্টম্যান৷
ইউটিউবে এই ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘রবি ডব্লিউ’৷ এই চ্যানেল বন্ধ করার ঠিক আগে সেখানে কমপক্ষে ২টি আপত্তিকর ভিডিও ছিল বলে জানা গিয়েছে৷
advertisement
সেই ভিডিওগুলির মধ্যে একটি ছিল ১ মিনিট লম্বা৷ ভিডিওটি একটি মোবাইলে শ্যুট করা হয়েছিল৷ সেখানেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র এবং লোডেড ম্যাগাজিন দেখিয়েছিল ওয়েস্টম্যান৷
ম্যাগাজিনগুলিতে লেখা ছিল, ‘কিল ডোনাল্ডট্রাম্প’, ‘কিল ডোনাল্ড ট্রাম্প’, ‘ইজরায়েল মাস্ট ফল’, ‘বার্ন ইজরায়েল’, ‘নিক ইন্ডিয়া’৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ডোনাল্ড ট্রাম্পকেও মারতে চেয়েছিল? মিনেপলিসের শ্যুটার ঘিরে অজস্র রহস্য..ভারতের নামও ম্যাগাজিনে লেখা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement