Donald Trump Threats China: ট্রাম্পের সঙ্গে এবার সরাসরি লেগে গেল চিনের! ম্যাগনেট না দিলে ২০০% ট্যারিফ বসবে, হুমকি মার্কিন প্রেসিডেন্টের...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Donald Trump Threats China: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিন যদি রেয়ার-আর্থ ম্যাগনেট সরবরাহ না করে, তবে যুক্তরাষ্ট্র ২০০% ট্যারিফ আরোপ করবে। তাঁর মন্তব্য যুক্তরাষ্ট্র-চিন বাণিজ্য যুদ্ধকে নতুন উচ্চতায় পৌঁছে দিল এবং বিশ্ববাজারে প্রভাব ফেলবে। বিস্তারিত জানুন...
ওয়াশিংটন: তাহলে কি লেগে গেল আমেরিকা ও চিনের! মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক হুমকি দিয়ে চলেছেন, তাতে সেই দিন হয়তো আর বেশি দূরে নয়৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেজিংকে ওয়াশিংটনকে ম্যাগনেট দিতে হবে, না হলে যুক্তরাষ্ট্র ২০০% ট্যারিফ আরোপ করবে। দুই দেশের চলমান বাণিজ্য-সংঘাতের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।
চিন রেয়ার-আর্থ ম্যাগনেট সরবরাহ নিয়ে ক্রমশ সংবেদনশীল হয়ে উঠেছে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধির পাল্টা হিসেবে বেইজিং রেয়ার-আর্থ ও ম্যাগনেটসকে তাদের রপ্তানি-নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছিল।
advertisement
advertisement
ট্রাম্প এদিন বলেন, “চিনকে আমাদের ম্যাগনেট দিতে হবে। যদি না দেয়, আমরা ২০০% ট্যারিফ বসাবো বা কিছু একটা করবো। ২০ বছর আগে পর্যন্ত কেউ ম্যাগনেটস চাইত না, তারপর ওরা সবাইকে বোঝালো যে আসো সবাই ম্যাগনেট ব্যবহার করি।”
advertisement
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প আরও বলেন, “আমাদের চিনের সঙ্গে খুব শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আছে। কিন্তু যদি তারা আমাদের ম্যাগনেট না দেয়, আমরা ২০০% ট্যারিফ বসাবো। তারা কিছু কার্ড হাতে রেখেছে, কিন্তু আমাদের কাছে অবিশ্বাস্য শক্তিশালী কার্ড আছে। আমি চাই না সেগুলো খেলতে, কারণ সেগুলি খেললে চিন ধ্বংস হয়ে যাবে।”
advertisement
এই মন্তব্য এল এমন সময় যখন দুই দেশ ১২ আগস্ট একমত হয়েছে যে তারা তাদের বাণিজ্য-বিরতি আরও ৯০ দিন বাড়াবে, যাতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা যায়। এ বছরের শুরুতে দুই দেশের মধ্যে ট্যারিফ যুদ্ধ তীব্র হয়েছিল। ট্রাম্প ১৪৫% ট্যারিফ বসিয়েছিলেন এবং চিন পাল্টা ব্যবস্থা নিয়েছিল। পরবর্তীতে দুই দেশ সম্মত হয় একে অপরের পণ্যের উপর ট্যারিফ যথাক্রমে ৫৫% ও ৩২%-এ নামিয়ে আনতে, যা নভেম্বরের মাঝামাঝি শেষ হবে।
advertisement
ট্রাম্প আরও বলেন, বিমান খাত ছিল আমেরিকার বড় এক হাতিয়ার। “ চিন তাদের ২০০টি বিমান ওড়াতে পারেনি, কারণ আমরা তাদের বোয়িং যন্ত্রাংশ দিইনি, যেহেতু তারা আমাদের ম্যাগনেট দেয়নি।”
সিএনবিসি জানায়, এপ্রিলে নিষেধাজ্ঞার পরও চিনের রেয়ার-আর্থ ম্যাগনেট রপ্তানি আবার আগের স্তরে ফিরে এসেছে। জুন মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের মাসের তুলনায় ৬৬০% বৃদ্ধি পায়, আর জুলাইয়ে ভলিউম আরও ৭৬% বেড়েছে।
advertisement
বর্তমানে চিন বিশ্বের প্রায় ৯০% রেয়ার-আর্থ ম্যাগনেট উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় সুবিধা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও জ্বালানি শিল্প এই ম্যাগনেটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।
উল্লেখযোগ্যভাবে, চিন সম্প্রতি ভারতকে রেয়ার-আর্থ ম্যাগনেট রপ্তানি নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর অতিরিক্ত ২৫% ট্যারিফ ঘোষণা করেছিল, যা আগামীকাল থেকে কার্যকর হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 12:32 AM IST