'শনিবারের মধ্যে আমেরিকায় TikTok নিষিদ্ধ করব,' হঠাত্‍ ঘোষণা ট্রাম্পের

Last Updated:

ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্ট অনুযায়ী, দ্রুত চিনা সংস্থা বাইটডান্স-এর ভিডিও অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করবে হোয়াইট হাউস৷

#নিউ ইয়র্ক: TikTok-কে কিনতে পারে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট৷ মার্কিন মুলুকে এ হেন জল্পনার মাঝেই শত চেষ্টাতেও TikTok-কে হয়তো  আমেরিকায় নিষিদ্ধ অ্যাপ-এর তালিকাতেই ঢুকতে চলেছে৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন৷ ফ্লোরিডায় ট্রাম্প বলেন, 'আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি৷ জরুরিভিত্তিতে এগজিকিউটিভ অর্ডার পাশ করা হবে৷ আমার হাতে সে ক্ষমতা আছে৷'
আরও পড়ুন: TikTok আমেরিকাতেও নিষিদ্ধ হওয়ার পথে! বাঁচতে চিনা সংস্থা ছাড়তে চায় TikTok
ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্ট অনুযায়ী, দ্রুত চিনা সংস্থা বাইটডান্স-এর ভিডিও অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করবে হোয়াইট হাউস৷ কয়েকটি মার্কিন দৈনিকের খবরে বলা হয়, TikTok কেনার ব্যাপারে মাইক্রোসফট সহ বেশ কিছু মার্কিন সংস্থা আগ্রহ দেখিয়েছে৷ যদিও মাইক্রোসফট এই খবরটি অস্বীকার করেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: TikTok বন্ধ হওয়ায়, খাওয়া-দাওয়া ছেড়ে কেঁদেই চলেছে এই খুদে ! দেখুন মজার ভাইরাল ভিডিও
টিকটিক-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়, কোনও রটনা বা জল্পনার ভিত্তিতে আমরা কোনও কথ্য বলব না৷ তবে TikTok-এর দীর্ঘমেয়াদী সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী৷
TikTok-এর জনপ্রিয়তায় আমেরিকায় ফিকে হয়ে গিয়েছে ফেসবুক, স্ন্যাপচ্যাট-এর মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি৷ ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে TikTok লঞ্চ করে চিনা সংস্থা বাইটডান্স৷
advertisement
ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে আগেই ৷ এ বার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok৷ সংস্থার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অভিযোগ, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
'শনিবারের মধ্যে আমেরিকায় TikTok নিষিদ্ধ করব,' হঠাত্‍ ঘোষণা ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement