TikTok বন্ধ হওয়ায়, খাওয়া-দাওয়া ছেড়ে কেঁদেই চলেছে এই খুদে ! দেখুন মজার ভাইরাল ভিডিও

Last Updated:

মায়ের মোবাইল থেকেই টিকটক করে সে। কিন্তু টিকটক না খোলায় তুমুল কান্না বাচ্চাটির।

#মুম্বই: ভারতে ব্যান করা হয়েছে চিনের ৫৯টি অ্যাপ। যার মধ্যে টিকটকও আছে। টিকটকে শুধু সাধারণ মানুষ ভিডিও করতেন এমন নয়, সেলেবরাও নিজেদের টিকটক ভিডিও বানাতেন। যেমন নুসরত, শিল্পা শেঠিসহ আরও অনেকেই। বিভিন্ন মজার ভিডিও টিকটকে শেয়ার করে রাতারাতি অনেকেই হয়ে গিয়েছেন সেলেব্রিটি।
তবে টিকটক বন্ধ হওয়ায় আশাহত অনেকেই। অনেকেই চলে গিয়েছেন ডিপ্রেশনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টিকটকারদের বেশ কিছু ভিডিও সামনে এসেছে । টিকটক খুলতে কোনও বয়স লাগতো না। যেকোনও বয়সের ছেলে মেয়েরাই টিকটক করতে পারতেন। বাচ্চাদেরও টিকটক ভিডিও করতে দেখা গিয়েছে। তবে টিকটক বন্ধ হওয়াকে অনেকেই ভাল চোখে দেখছেন।
View this post on Instagram

Watch this cute reaction of this girl after tik-tok ban in india #tiktokban

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বছর দশেকের এক খুদে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কেঁদেই চলেছে। কারণ টিকটক খুলছে না তাঁর মায়ের ফোনে। মায়ের মোবাইল থেকেই টিকটক করে সে। কিন্তু টিকটক না খোলায় তুমুল কান্না বাচ্চাটির। এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
TikTok বন্ধ হওয়ায়, খাওয়া-দাওয়া ছেড়ে কেঁদেই চলেছে এই খুদে ! দেখুন মজার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement