

ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে ৷ এ বার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok৷ অভিযোগ উঠেছে, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ এ হেন পরিস্থিতিতে বাঁচতে বড় পদক্ষেপ করতে চলেছে TikTok৷


TikTok-এর পেরেন্ট কোম্পানি হল ByteDance (বাইটডান্স)৷ এটি চিনের সংস্থা৷ ByteDance-এর আওতায় যতগুলি অ্যাপ রয়েছে, তার মধ্যে TikTok সবচেয়ে জনপ্রিয়৷ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে এ বার পেরেন্ট সংস্থা বাইটডান্স-এর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চায় TikTok৷ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলোর কথায়, 'আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ যদিও TikTok একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে৷ তবে কংক্রিট কোনও পদক্ষেপ এখনও দেখছি না৷ আমার মনে হয়, চিনের ওই সংস্থা থেকে নিজেদের ছিন্ন করবে TikTok৷'


ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok৷


কুডলোর বক্তব্য, TikTok একক ভাবে অপারেট করতে পারে বা কেউ কিনতে পারে৷ আমেরিকায় TikTok ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৪ কোটি৷ যে হারে অ্যাপটির ব্যবহাকারী বাড়ছে, তাতে ২০২৪-এর মধ্যে ৬ কোটি পেরিয়ে যাবে ৷


TikTok-এর জনপ্রিয়তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ফেসবুক-কে ৷ প্রতিযোগিতায় লড়াই করতে Lasso ও Reels-- নামে দুটি TikTok-এর মতো ভিডিও অ্যাপ এনেছে ফেসবুক৷ তাতেও আমেরিকায় TikTok-এর জনপ্রিয়তায় আঁচড় কাটতে পারেনি মার্ক জুকেরবার্গের সংস্থা৷