TikTok আমেরিকাতেও নিষিদ্ধ হওয়ার পথে! বাঁচতে চিনা সংস্থা ছাড়তে চায় TikTok
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
TikTok-এর পেরেন্ট কোম্পানি হল ByteDance (বাইটডান্স)৷ এটি চিনের সংস্থা৷ ByteDance-এর আওতায় যতগুলি অ্যাপ রয়েছে, তার মধ্যে TikTok সবচেয়ে জনপ্রিয়৷
advertisement
TikTok-এর পেরেন্ট কোম্পানি হল ByteDance (বাইটডান্স)৷ এটি চিনের সংস্থা৷ ByteDance-এর আওতায় যতগুলি অ্যাপ রয়েছে, তার মধ্যে TikTok সবচেয়ে জনপ্রিয়৷ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে এ বার পেনেন্ট সংস্থা বাইটডান্স-এর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চায় TikTok৷ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলোর কথায়, 'আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ যদিও TikTok একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে৷ তবে কংক্রিট কোনও পদক্ষেপ এখনও দেখছি না৷ আমার মনে হয়, চিনের ওই সংস্থা থেকে নিজেদের ছিন্ন করবে TikTok৷'
advertisement
advertisement
advertisement
advertisement