Donald Trump: ‘যুদ্ধ বন্ধ করলেই ব্যবসা করব, নাহলে নয়’! ভারত-পাকিস্তানকে ‘চাপ দিয়ে’ সংঘর্ষবিরতি করিয়েছে আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump on India-Pakistan: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ভারত-পাকিস্তান দুই ‘চাপ দিয়ে’ সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন তিনিই।
কিছুক্ষণ পরেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ভারত-পাকিস্তান দুই ‘চাপ দিয়ে’ সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন তিনিই। অন্যথায় ব্যবসার উপরেও প্রভাব পড়বে বলে সতর্ক করেছিলেন তিনি।
সোমবার সোমবার হোয়াইট হাউসের এক কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘‘যুদ্ধ বন্ধ করার পেছনে একটি বড় কারণ হল ব্যবসা।’’ ট্রাম্পের কথায় ভারত-পাকিস্তান দুই দেশের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে বলেও দাবি ট্রাম্পের।
advertisement
advertisement
এদিন ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমি দুই দেশকে বলেছিলাম আমরা দুই দেশের সঙ্গেই ব্যবসা করতে চাই। এই ঝামেলা বন্ধ করুন। যদি বন্ধ করেন তাহলে ব্যবসা করব, যদি বন্ধ করেন তাহলে ব্যবসা করব না।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 8:06 PM IST